Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরে লঘুচাপের পূর্বাভাস, হতে পারে ঘনীভূত

স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১০:৪৩ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১২:৩৩

ঢাকা: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি)। সংস্থাটি জানিয়েছে, এই লঘুচাপ আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তৈরি হতে পারে এবং পরে এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এক পূর্বাভাসে বলেন, লঘুচাপের কারণে আগামী পাঁচদিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণপূর্ব উপকূলীয় অঞ্চলে আকাশ মেঘলা থাকবে এবং কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

বিজ্ঞাপন

এই সময়ের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বিশেষজ্ঞদের মতে, অক্টোবরের শেষভাগে বঙ্গোপসাগরে লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। মৌসুমি বায়ুর প্রভাব কমে আসার পরবর্তী সময়েই সাধারণত এমন আবহাওয়া দেখা দেয়।

এদিকে, মৎস্যজীবী ও উপকূলীয় এলাকার নৌযানগুলোকে সাগরে না যাওয়ার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতি ঘনিয়ে এলে পরবর্তী সময়ে সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর