Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ু দূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান ১৩তম

স্টাফ করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ১০:৫৯ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ১২:২১

বায়ু দূষণ। ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে, যেখানে বাতাসের মান ‘সহনীয়’ বা মাঝারি।

রোববার (২ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ু মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার (IQAir)-এর তথ্যমতে, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ৯৬, যা ‘মধ্যম’ মানের হিসেবে বিবেচিত হয়। তুলনায় দিল্লির একিউআই ৪০৪, যা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের দূষণ নির্দেশ করে। পাকিস্তানের লাহোর ও করাচি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে, একিউআই স্কোর ৩৪৬ ও ২০৮।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী—

বিজ্ঞাপন
  • ০–৫০: ভালো

  • ৫১–১০০: মাঝারি/সহনীয়

  • ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

  • ১৫১–২০০: অস্বাস্থ্যকর

  • ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর

  • ৩০১+: দুর্যোগপূর্ণ

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, শীত মৌসুমের শুরুতে ভারতীয় উপমহাদেশের শহরগুলোতে বায়ুদূষণ দ্রুত বেড়ে যায়। এর মূল কারণ শিল্প-কারখানা, যানবাহনের ধোঁয়া, ইটভাটা ও খোলা জায়গায় বর্জ্য পোড়ানো।

দিল্লি সম্প্রতি কৃত্রিম বৃষ্টিপাতের উদ্যোগ নিয়েছে দূষণ নিয়ন্ত্রণে, তবে ঢাকায় এ ধরনের কার্যকর উদ্যোগ এখনো দেখা যায়নি।

বিজ্ঞাপন

শাপলা কলিতেই সম্মত এনসিপি
২ নভেম্বর ২০২৫ ১৬:৪২

আরো

সম্পর্কিত খবর