Friday 07 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, ঢাকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’

স্টাফ করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৫ ১০:৩৬

বায়ু দূষণ। ছবি: সংগৃহীত

ঢাকা: জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে দিন দিন বাড়ছে বিশ্বের প্রধান শহরগুলোর বায়ুদূষণ। শুক্রবার (৭ নভেম্বর) সকালে ভারতের রাজধানী দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহরে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষক প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্যমতে, স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৫৮১, যা নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পড়েছে।

একই সময়ে পাকিস্তানের লাহোর ২৯১ স্কোর নিয়ে দ্বিতীয় ও ভারতের কলকাতা ২৩৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

বাংলাদেশের রাজধানী ঢাকা ১৬২ স্কোর নিয়ে আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দশম অবস্থানে রয়েছে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এই স্কোর ঢাকার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে ঢাকার বাতাস কিছুটা উন্নত হলেও সামগ্রিকভাবে দূষণের মাত্রা এখনও উদ্বেগজনক।

আইকিউএয়ার অনুযায়ী,

০–৫০: ভালো
৫১–১০০: মাঝারি
১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর
৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে। দূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসারসহ বিভিন্ন শ্বাসযন্ত্রের রোগের ঝুঁকি বেড়ে যায়।

বিশেষজ্ঞদের পরামর্শ, এ ধরনের পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের যতটা সম্ভব ঘরে অবস্থান করা এবং বাইরের কার্যক্রম সীমিত রাখাই নিরাপদ।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর