Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, ঢাকায়ও ‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস

স্টাফ করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ০৮:৩৯

বায়ু দূষণ। ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বের বিভিন্ন শহরে ক্রমেই বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা বায়ুদূষণের কবলে রয়েছে। কয়েক দিন আগেও শহরটির বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও সম্প্রতি তা আবারও অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে।

রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান নির্ধারণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir)-এর তথ্য অনুযায়ী, ২০৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর (Very Unhealthy)’ হিসেবে গণ্য করা হয়েছে।

একই সময়ে ভারতের রাজধানী দিল্লি ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে উঠে এসেছে। শহরটির একিউআই স্কোর ৬৩৫, যা ‘ঝুঁকিপূর্ণ (Hazardous)’ স্তরের অনেক ওপরে। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (৩৫৫ স্কোর), তৃতীয় স্থানে কুয়েত সিটি (২৫৭) এবং পঞ্চম স্থানে ইরাকের বাগদাদ (১৭৫)।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, একিউআই (Air Quality Index) স্কোর ০ থেকে ৫০ হলে তা ‘ভালো’, ৫১–১০০ ‘মাঝারি’, ১০১–১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১–২০০ ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১–৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। ৩০১-এর ওপরে স্কোর হলে সেটি ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পড়ে, যা সরাসরি স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সম্প্রতি ভারতের দিল্লিতে তীব্র ধোঁয়াশা ও ধুলাজনিত বায়ুদূষণ চরম আকার নিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, কর্তৃপক্ষকে স্কুল বন্ধ ও নির্মাণকাজে নিয়ন্ত্রণ আরোপ করতে হয়েছে। পরিবেশবিদদের মতে, দিল্লি ও আশপাশের রাজ্যগুলোর কৃষিজমিতে ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো (stubble burning), যানবাহনের ধোঁয়া এবং শিল্প বর্জ্যই এই ভয়াবহ দূষণের মূল কারণ।

ঢাকায়ও একইভাবে নির্মাণকাজের ধুলা, পুরনো যানবাহনের ধোঁয়া এবং বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতার কারণে বায়ুমান দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে পরিবেশ বিশেষজ্ঞরা মনে করছেন। তারা সতর্ক করেছেন, বর্তমান ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থা চলতে থাকলে শ্বাসযন্ত্রের রোগ, হাঁপানি ও হৃদরোগজনিত সমস্যার ঝুঁকি আরও বাড়বে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, এই অবস্থায় শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের বাইরে বের না হওয়া, প্রয়োজনে উচ্চমানের মাস্ক ব্যবহার এবং ঘরের জানালা–দরজা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

১৫ জেলায় নতুন ডিসি
৯ নভেম্বর ২০২৫ ০২:৩১

আরো

সম্পর্কিত খবর