ঢাকা: জলবায়ু পরিবর্তন ও নগরায়নের চাপে পৃথিবীর বিভিন্ন শহরের মতো ঢাকার বায়ুদূষণও দীর্ঘদিন ধরে বাড়ছে। সাম্প্রতিক বৃষ্টিতে বায়ুমান কিছুটা উন্নতি হলেও শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর বাতাস আবারও ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে নেমে এসেছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী:
-
০–৫০: ভালো
-
৫১–১০০: মাঝারি
-
১০১–১৫০: সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর
-
১৫১–২০০: অস্বাস্থ্যকর
-
২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর
-
৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ (গুরুতর স্বাস্থ্যঝুঁকি)
আজ সকালে একিউআই ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকায় শিশু, প্রবীণ, শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তি এবং দীর্ঘস্থায়ী রোগীদের বাইরে যাতায়াত সীমিত রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সুস্থ প্রাপ্তবয়স্কদেরও অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং বাইরে গেলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস—
-
পিএম২.৫ ও পিএম১০ বস্তুকণা
-
যানবাহনের ধোঁয়া
-
নির্মাণকাজের ধুলা
-
শিল্পকারখানা ও বর্জ্য পোড়ানো
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষ মারা যান। স্ট্রোক, হৃদরোগ, সিওপিডি, ফুসফুসের ক্যানসারসহ শ্বাসতন্ত্রের নানা সংক্রমণ এতে বাড়ে।
বিশেষজ্ঞরা মনে করছেন, সমন্বিত পদক্ষেপ ছাড়া শীত মৌসুমে ঢাকার দূষণ আরও বেড়ে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।