Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভেম্বরের শেষ দিকে বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১০:৩৬ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১২:৫৮

ঢাকা: দেশজুড়ে শীতের তীব্রতা বেড়ে গেলেও চলতি নভেম্বরের শেষ দিকে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। একইসঙ্গে সাগর উত্তাল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক সংগঠন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেওয়া এক পূর্বাভাসে সংগঠনটি এ তথ্য জানায়।

বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (১৪ নভেম্বর) থেকে উষ্ণ বায়ুর একটি প্রবাহ সক্রিয় হতে পারে, যার প্রভাবে শীতের মাত্রা কিছুটা কমবে। দেশের অধিকাংশ অঞ্চলে আগামী এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও সর্বোচ্চ তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সংগঠনটি আরও জানায়, নভেম্বরের শেষ সপ্তাহে দেশের সর্বনিম্ন ও সর্বোচ্চ উভয় তাপমাত্রাই কিছুটা বাড়তে পারে। ফলে এ মাসের বাকি সময়ে শীতের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা নেই। প্রকৃত শীত নামতে পারে ডিসেম্বরের শুরুতেই।

এ ছাড়া নভেম্বরের শেষ দিকে সম্ভাব্য বৃষ্টিপাতের কারণে সাগর উত্তাল হতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা উপকূলীয় অঞ্চলের জেলেদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

নভেম্বরের শেষভাগে এই পরিবর্তিত আবহাওয়াকে মৌসুম পরিবর্তনের স্বাভাবিক ধারা বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর