Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় হালকা শীতের অনুভূতি

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ১৩:০৫ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৫:৩৩

প্রকৃতিতে শীতের আমেজ।

ঢাকা: রাজধানীর সকাল আজ যেন আগাম শীতের বার্তা নিয়ে হাজির হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে ঢাকার তাপমাত্রা নেমে যায় প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াসে, যা নগরবাসীর মাঝে বাড়িয়ে দিয়েছে হালকা শীতের অনুভূতি।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা গত কয়েক দিনের তুলনায় কিছুটা কম। তবে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস—দিনের বেলায় এখনো রয়েছে হালকা উষ্ণতার ছোঁয়া।

আবহাওয়া অফিস বলছে, সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ থাকতে পারে আংশিক মেঘলা, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে, যা শীতের আবহকে আরও বাড়িয়ে তুলবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকারই সম্ভাবনা।

বিজ্ঞাপন

ঢাকার মতো সারাদেশেই আকাশ আজ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা, তবে আবহাওয়া শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ১৬ মিনিটে। প্রকৃতির এই রূপান্তর ইঙ্গিত দিচ্ছে— দোরগোড়ায় দাঁড়িয়ে শীত।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর