ঢাকা: গাজীপুর ও সাভারের মাঝামাঝি বাইপাইল এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ৩.৩ এবং এর উৎপত্তিস্থল ছিল বাইপাইল।
বিএমডির কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগের দিন শুক্রবার (২১ নভেম্বর) দেশের বিভিন্ন এলাকায় একটি অপেক্ষাকৃত শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। সেই ভূমিকম্পটি রেকর্ড করা হয় ১০টা ৩৮ মিনিটে এবং এর মাত্রা ছিল ৫.৭। কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী।