Sunday 23 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ আন্দামান সাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সাগরে যাওয়া নিষেধ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১২:০৩

ঢাকা: দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকাল ৬টায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এটি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে এবং পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অস্থিতিশীল আবহাওয়ার প্রভাবে সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস সতর্ক করেছে, লঘুচাপ শক্তিশালী হলে সমুদ্র উত্তাল হতে পারে এবং হঠাৎ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে উপকূলীয় অঞ্চলের নৌযানগুলোকে সতর্কভাবে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উপকূলীয় জেলা ও সমুদ্র বন্দরগুলো ইতোমধ্যেই সতর্ক অবস্থায় রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী নির্দেশনা জানানো হবে।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর