Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ুদূষণের শীর্ষে রাজধানী ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১১:২৩

বায়ু দূষণ। ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। সাম্প্রতিক কিছু দিন ধরে শহরের বায়ুমান কিছুটা উন্নতির পথে থাকলেও আবারও দূষণের মাত্রা বেড়ে গেছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা (আইকিউএয়ার) এর তথ্যানুযায়ী, দিল্লি শহর বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে। এই সময় দিল্লির AQI স্কোর ২৬৫, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

একই সময়ে ঢাকা শহরের AQI স্কোর ২৩৭, যা এটিকে বিশ্বের দ্বিতীয় দূষিত শহর হিসেবে তুলে ধরেছে। ভারতের কলকাতা তৃতীয় স্থানে (২২৯ স্কোর), পাকিস্তানের লাহোর চতুর্থ এবং সংযুক্ত আরব আমিরাতের একটি শহর পঞ্চম অবস্থানে রয়েছে (১৯৬ স্কোর)।

বিজ্ঞাপন

IQAir-এর স্কোর অনুযায়ী,

০–৫০ স্কোর: ভালো
৫১–১০০: মাঝারি
১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর
৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ

বেশি দূষিত অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়, আর অন্যান্যদের বাইরে কাজ বা চলাচল সীমিত করার পরামর্শ থাকে।

ঢাকার নাগরিকদের প্রতি বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে যে, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত। বিশেষজ্ঞরা পরিবেশবান্ধব কার্যক্রম এবং যানবাহনের কম দূষণযুক্ত ব্যবহারের ওপর জোর দিতে বলেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর