ঢাকা: রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পটি ছিল হালকা মাত্রার। সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে নরসিংদীর শিবপুর এলাকায় এর উৎপত্তিস্থল রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। আবহাওয়া অধিদফতরের আগারগাঁও কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৩৮ কিলোমিটার উত্তর–পূর্বে।
ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল গাজীপুরের টঙ্গী থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।
এর আগে সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টা ৫৫ মিনিটে দেশে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। মিয়ানমারের মিনজিন এলাকায় যার কেন্দ্রস্থল ছিল। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে তা অনুভূত হয়।
এরও আগে ২৭ নভেম্বর বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকায় ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়। ওই দিনের ভোরে সিলেট ও কক্সবাজারের টেকনাফেও দু’দফা ভূকম্পন অনুভূত হয়।
এর আগে ২১ নভেম্বর থেকে পরদিন ২২ নভেম্বর পর্যন্ত প্রায় ৩১ ঘণ্টায় ঢাকাসহ আশপাশের এলাকায় চারবার ভূমিকম্প হয়। ওই দিনের সকালে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী কম্পনটি নরসিংদীর মাধবদী এলাকায় উৎপন্ন হয়। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। সেই ভূমিকম্পে দেশে ১০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হন।
সাম্প্রতিক সময়ে হওয়া অধিকাংশ ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী অঞ্চলে কেন্দ্রীভূত হচ্ছে বলে পর্যবেক্ষণে উঠে এসেছে।