ঢাকা: ডিসেম্বরের শেষে বাংলাদেশে শীতের তীব্রতা বেড়ে গেছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় জনজীবনে শীতের প্রভাব আরও প্রকট হয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে, যা হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। পঞ্চগড়, তেঁতুলিয়া ও হিমালয়ের নিকটবর্তী এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে শীতের তীব্রতা বেড়েছে।
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে দেশের কিছু অংশে হালকা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা আরও ১–২ ডিগ্রি কমতে পারে, ফলে ভোর ও সকালের দিকে কুয়াশা আরও ঘন হবে এবং শীতের অনুভূতি বাড়বে।
আবহাওয়া অধিদফতর জানায়, ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শুরু পর্যন্ত শীতের তীব্রতা আরও বাড়তে পারে। জানুয়ারিতে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা দেশের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে দরিদ্র, বয়স্ক ও খোলা আকাশের নিচে বসবাসকারীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে শীতের ধরন বদলাচ্ছে; কখনো স্বল্প সময়ের তীব্র ঠাণ্ডা, আবার কখনো দীর্ঘ সময় ধরে শুষ্ক ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। তাই শীতকালীন প্রস্তুতি ও সতর্কতা এখনই জরুরি।