Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদী অববাহিকায় ঘন কুয়াশার সতর্কতা, দৃষ্টিসীমা নামতে পারে ২০০ মিটারের নিচে

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১২:৫৪ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১৩:৫৬

ঢাকা: দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌ চলাচলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, কুয়াশার ঘনত্ব বাড়ার ফলে অনেক এলাকায় দৃষ্টিসীমা ২০০ মিটারের নিচে নেমে যেতে পারে, যা নৌযান চলাচলে ঝুঁকি সৃষ্টি করতে পারে।

সোমবার (৫ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য বিশেষ পূর্বাভাসে এ সতর্কতার কথা জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টার মধ্যে দেশের বিভিন্ন নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করতে পারে। এর ফলে কোথাও কোথাও দৃষ্টিসীমা ২০০ মিটার কিংবা তারও কমে যেতে পারে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে অত্যন্ত সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় কোনো ধরনের সংকেত দেখানোর প্রয়োজন নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

এদিকে সর্বশেষ পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারা দেশে শীতের দাপট অব্যাহত রয়েছে। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং সেই সঙ্গে ঘন কুয়াশার প্রভাবও বজায় থাকার আশঙ্কা রয়েছে। বিশেষ করে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারণে বিমান, নৌ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

বর্তমানে পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কুয়াশা ও শীতের এই যৌথ প্রভাবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার পাশাপাশি পরিবহন খাতেও বাড়তি সতর্কতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর