Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ১১:৩৫ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৬ ১৩:৫৯

ঢাকা: বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করছে। এর প্রভাব থেকে বাদ পড়েনি বাংলাদেশের রাজধানী ঢাকাও। কিছুদিনের স্বস্তির পর ফের ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেড়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ারের) তথ্যমতে, একিউআই স্কোর ১৪২ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৯তম। এই মাত্রার বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

একই সময়ে ২৭৩ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। দ্বিতীয় অবস্থানে থাকা ইথিওপিয়ার আদ্দিস আবাবার স্কোর ২৩০। এরপর যথাক্রমে পাকিস্তানের লাহোর (২১৫), ভারতের দিল্লি (১৮৬) এবং ইরানের রাজধানী তেহরান (১৭২) রয়েছে শীর্ষ পাঁচে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য বায়ু অস্বাস্থ্যকর হয়ে ওঠে। আর ১৫১ থেকে ২০০ স্কোরকে সাধারণ মানুষের জন্যও অস্বাস্থ্যকর ধরা হয়। এই পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পরিবেশবিদরা বলছেন, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি এবং শুষ্ক মৌসুমে বৃষ্টির অভাব বায়ুদূষণ বৃদ্ধির অন্যতম কারণ। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ঢাকার পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর