Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃদু বাতাস আর মেঘ মন্দার দিন


২৩ অক্টোবর ২০১৮ ১০:১৩

।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

আচ্ছা কার্তিক আসলে মেঘগুলো সব কই যায়? ওদের বুঝি তখন কোনো কথা থাকে না? কোনো বার্তা দেওয়ার তাড়া থাকে না? নীল আকাশের নিস্তব্ধতায় তখন রেখে যায় আমাদের কাছে?

আজকের দিনটিও এই রকম। আকাশে মেঘ নেই নেই নেই। মাঝে মধ্যে দু এক টুকরা মেঘ ভেসে আসবে আবার কিছু না জানিয়েই চলে যাবে। ওদের কাছে আমাদের জন্য নতুন কোনো বার্তা নেই।

বাতাসে ভেসেও যে বার্তা আসবে তারও সম্ভবনা নেই, কারণ বাতাসও আজকে খুব ধীরে বইবে। বইপত্রের ভাষায় এমন বার্তাবিহীন দিনকে বলে নিরুত্তাপ দিন। কিন্তু আমরা আজ তাও বলতে পারছি না কারণ আজকে বেজায় গরম। ৩৩ ডিগ্রি সেলসিয়াসের তাপে জীবন অতিষ্ঠ হয়ে যাবে।

যাক, দিন পার হলেই আকাশে এত্ত বড় একটা চাঁদ। তখন গরম কমে মেঘ ছাড়া আকাশে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। তাই আজকে দিনের গরম আর কই সেভাবে আমাদের মন খারাপ করতে পারবে।

মঙ্গলময় হোক মঙ্গলবার দিনটি।

সারাবাংলা/এমএ/এমএইচ

উত্তাপ গরম বাতাস মেঘ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর