১৮ ডিসেম্বর আসছে চঞ্চলের ‘তাকদীর’
৮ ডিসেম্বর ২০২০ ১৫:০১
গত সেপেটেম্বরে যখন ‘তকদীর’-এর ফার্স্ট লুক প্রকাশিত হয়েছিল। তখন থেকে আলোচিত চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজটি। হইচই প্রযোজিত সিরিজটি দেখা যাবে আগামী ১৮ ডিসেম্বর থেকে।
‘তাকদীর’-এ চঞ্চল চৌধুরির সাথে আরও আছেন সানজিদা প্রীতি, মনোজ প্রামাণিক ও সোহেল মন্ডল রানা। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার এবং পার্থ বড়ুয়া।
সম্প্রতি প্রকাশিত হয়েছে সিরিজটির ট্রেলার। যেখানে রোমাঞ্চকর একটি ডার্ক থ্রিলারের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। এর গল্প আবর্তিত হয়েছে লাশবাহী ফ্রিজার ভ্যান চালক তাকদীরকে (চঞ্চল চৌধুরী) ঘিরে। ট্রেইলারে দেখা যায় সাংবাদিক আফসানা (সানজিদা প্রীতি) উদ্দেশ্য প্রণোদিতভাবে লোকচক্ষুর আড়ালে রেখে দেয়া একটি ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন। এদিকে তাকদীর তার ফ্রিজার ভ্যানের ভেতরে একজন মহিলার গুলিবিদ্ধ লাশ খুঁজে পায়। এই লাশ নিয়ে ঘোর সংকটে পড়ে যায় তাকদীর ও তাঁর চির-সহচর মন্টু (সোহেল মন্ডল রানা)। এখন খুনের দায় থেকে কীভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করে তাকদীর সেটাই দ্রষ্টব্য। অসামান্য এক জীবন ঘনিষ্ঠ গল্প তাকদীরের, যেখানে অত্যন্ত বাস্তব-সম্মতভাবে দেখানো হয়েছে মানুষের জীবন সত্যিকার অর্থে কতোটা অনিশ্চিত।
সিরিজটি নির্মাণ করেছেন প্রতিশ্রুতিশীল তরুন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী ও সালেহ সোবহান অনীম। চিত্রনাট্য লিখেছেন নিয়ামত উল্লাহ মাসুম ও সৈয়দ আহমেদ শাওকী। এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে দায়িত্ব পালন করেছে চলচ্চিত্র নির্মানকারী প্রতিষ্ঠান ফিল্ম সিন্ডিকেট।
‘তাকদীর’ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘তাকদীরের মতো অভিনব একটি চরিত্রের রুপদান করার চ্যালেঞ্জটি নিতে পেরে আমি উচ্ছ্বসিত। আমি অত্যন্ত আনন্দিত যে হইচই এর মতো বড় অনলাইন এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম এখন বাংলাদেশের নির্মাতাদের সাথে এখানকার দর্শকদের জন্য কাজ করছে। আমাদের দেশের সৃষ্টিশীলতা সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর কাছে পৌঁছে যাচ্ছে, এটি একটি রোমাঞ্চকর অনুভূতি।’