মেট গালায় রেড কার্পেটে হাঁটবেন শাহরুখ
৪ মে ২০২৫ ১৭:০৩
মেট গালায় সোমবার (৫ মে) রেড কার্পেটে হাঁটতে চলেছেন শাহরুখ খান। তিনি প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা, যিনি মেট গালার রেড কার্পেটে হাঁটবেন। ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে দেখা যাবে তাকে। শাহরুখকে এমন নয়া রূপে দেখতে মুখিয়ে ভক্তেরা। গত বছর এই অনুষ্ঠানে অভিনেত্রী আলিয়া ভাট রেড কার্পেটে হেঁটেছিলেন। ইতোমধ্যেই নিউ ইয়র্কে পৌঁছেও গিয়েছেন অভিনেতা।
১৯৪৮ সালে নিউ ইয়র্কের ফ্যাশন প্রচারক এলিনর ল্যাম্বার্ট নবনির্মিত কস্টিউম ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহের জন্য মেট গালা শুরু করেছিলেন। বর্তমানে মেট গালাকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং আকর্ষণীয় ফ্যাশন ইভেন্ট হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর মে মাসের শুরুতে অনুষ্ঠিত হয় এই মেট গালা। ধীরে ধীরে বিস্তৃতি ঘটে এই অনুষ্ঠানের।
চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, থিয়েটার, ব্যবসা, খেলাধুলা থেকে রাজনীতি জনপ্রিয় বেশ কিছু মুখকে প্রতি বছর দেখা গিয়েছে এই অনুষ্ঠানে অংশ নিতে। শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরাই অংশ নিতে পারেন মেট গালায়। ২০২৩ সাল পর্যন্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণের টিকিটের মূল্য ছিল পঞ্চাশ হাজার মার্কিন ডলার। যা বর্তমানে বেড়ে হয়েছে ৭৫ হাজার মার্কিন ডলার।
২০১৭ সালে এই মঞ্চে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। এর পর দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট সকলকেই দেখা গিয়েছিল মেট গালায় অংশ নিতে। চলতি বছর হবু মা কিয়ারা আডবানিকেও এই মঞ্চে দেখা যাবে বলে খবর।
চলতি বছরের পোশাক কোড হল ‘টেইলর্ড টু ইউ।’ এই অনুষ্ঠানের সহ-সভাপতিত্ব করবেন গায়ক ফ্যারেল উইলিয়ামস, অভিনেতা কোলম্যান ডোমিঙ্গো, এফ ১ চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন, এবং ‘ভোগ’-এর প্রধান সম্পাদক আনা উইন্টুর।
কালো রঙের পোশাকে মেট গালার মঞ্চে দেখা যাবে শাহরুখকে বলে মনে করা হচ্ছে। ডিজ়াইনার সব্যসাচী ইতিমধ্যেই জমিয়ে প্রচার শুরু করেছেন। তবে তাঁর ফাইনাল লুক কেবলমাত্র রেড কার্পেটেই প্রকাশ্যে আসবে বলে খবর।
সারাবাংলা/এজেডএস