Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালোবাসার নাম মিসিসিপি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ মে ২০২৫ ১৫:৪২

ভালোবাসার নাম মিসিসিপি

সাগর জাহানের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘ভালোবাসার নাম মিসিসিপি’। নাটকটি বুধবার(৭ মে) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে। নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জোভান ও আইশা খান।

গল্পে দেখা যাবে, আইসিইউ’র সামনে বসে মায়ের জন্য প্রার্থনা করছে গল্পের নায়ক ভোর। চোখ দিয়ে পানি পড়ছে। পাশে বসা গল্পের নায়িকা। কেউ কাউকে চেনে না। ভোর মেয়েটাকে জিজ্ঞেস করে তার পেশেন্টের কি অবস্থা। মেয়েটি বলে তার পেশেন্ট কোমায়। দু’জনেই একটা বিপর্যস্ত মুহুর্তে আছে। একে অন্যকে সান্ত¡না দেয়ার চেষ্টা করে। ভোর মেয়েটির নাম জানতে চাইলে বলে তার নাম মিসিসিপি। এর মধ্যে তিনবার দেখা হয় তাদের।

বিজ্ঞাপন

মিসিসিপি প্রতিদিনই ভোরের মায়ের জন্য দোয়া করে। তৃতীয় দিন মিসিসিপি বলে তার মন বলছে ভোরের মা সুস্থ হয়ে যাবেন। পরদিন ভোর এসে মিসিসিপিকে ধন্যবাদ দিয়ে বলে তার কথা সত্যি হয়েছে। মা এখন সুস্থ। এবার মিসিসিপির পেশেন্টের কথা জানতে চায় ভোর। মিসিসিপি তাকে কেবিনের ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে আরেকজনের জন্য অপেক্ষা করে। আর বলে কেবিন থেকে আসার পর মিসিসিপি তাকে জরুরি একটা কথা বলবে। ভোর ভেতরে ঢুকে যত কাছে যেতে থাকে তত অবাক হয়। অবাক হয়ে দেখে কোমায় শুয়ে আছে মিসিসিপি। তাহলে বাইরে কোন মিসিসিপি দাঁড়িয়ে আছে!

সারাবাংলা/এজেডএস

ভালোবাসার নাম মিসিসিপি