Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবীন্দ্রজয়ন্তীর নাটকে তৌকির আহমেদ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ মে ২০২৫ ১৬:৫০

বাঙালির মানবিক আবেগ, অনুভূতি, আকাক্সক্ষা ও অভিব্যক্তির অতুলনীয় প্রকাশ ঘটেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায়। ৮ মে, ২৫ বৈশাখ রবিঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, আলোচনানুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, কবিতা আবৃত্তি, কাব্যনাট্য ও নাটক।

রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘সম্পত্তি সমর্পণ’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘সম্পত্তি সমর্পণ’-এর নাট্যরূপ দিয়েছেন আবুল হায়াত। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় নাটকটির গল্পে দেখা যাবে- যজ্ঞনাথ কুন্ডু অত্যন্ত কৃপণ ব্যক্তি। তার কৃপণতার বহর এমনই যে অসুস্থতার সময়ে খরচের ভয়ে তার স্ত্রী ও পূত্রবধুর ওষুধ পর্যন্ত কিনতে চাননা। যজ্ঞনাথের পুত্রবধূ মারা যাবার পরে তার একমাত্র ছেলে দামোদরও তাকে ছেড়ে চলে যায়। সঙ্গে নিয়ে যায় তার নাতি গোকুলকে। একমাত্র এই ছোট্ট শিশুটির প্রতি কিছুটা স্নেহ-ভালোবাসা ছিল যজ্ঞনাথের। কিন্তু তিনি জগতে সবচেয়ে ভালোবেসেছিলেন ঐশ্বর্য ও টাকা পয়সাকে। কয়েক বছর পরে নিতাই নামের একটি অনাথ ছেলেকে তিনি আশ্রয় দেন। কিন্তু তিনি নিতাইকে প্রায়ই লোভ দেখাতেন এই বলে যে তার টাকাপয়সা সবই তাকে দিয়ে যাবেন। হঠাৎ একদিন রাতে ছোট্ট নিতাইকে নিয়ে যজ্ঞনাথ এক গুহার মধ্যে প্রবেশ করেন, যেখানে রাখা আছে তার সঞ্চিত ধন-সম্পদ। এরপর নানা নাটকীয়তায় এগিয়ে যায় নাটকের গল্প।

বিজ্ঞাপন

নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, তৌকির আহমেদ, ফারজানা ছবি, মোহাম্মদ বারী, কাজী জাহাঙ্গীর, সোহেল রশীদ, তুর্য, তামিমসহ আরো অনেকে।

এছাড়া কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ প্রচারিত হবে রাত ১১টা ৫ মিনিটে। এল রুমা আকতারের প্রযোজনায় কাব্যনাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। ‘চিত্রাঙ্গদা’য় অভিনয় করেছেন সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, জেবু, সুমাইয়া, সামাদ, নিসর্গ, হাসান, অনিন্দ্য, শফিক, জাওয়াদ, আলী, বিপুল, বিমল, অহন প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

চিত্রাঙ্গদা তৌকির আহমেদ সম্পত্তি সমর্পণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর