সুবীর নন্দী: গানের মাঝেই বেঁচে আছেন যিনি
৭ মে ২০২৫ ১৮:২১
প্রায় চার দশকেরও বেশি সময় ধরে বাংলা গানের শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন তিনি। তার কণ্ঠ ছুঁয়ে নেমেছে অসংখ্য কালজয়ী শ্রোতাপ্রিয় গান। যিনি তার কণ্ঠের জাদুতে জায়গা করে নিয়েছেন বাংলা গানের অগণিত শ্রোতার অন্তরে। তিনি নন্দিত কণ্ঠশিল্পী সুবীর নন্দী। ৭ মে – তার হারিয়ে যাওয়ার দিন। আজ এই গুনী শিল্পীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। তিনি গেয়েছিলেন ‘দিন যায় কথা থাকে…’। প্রকৃতির নিয়মে দিন, মাস আর বছরও চলে গেছে, চলে যায়, কিন্তু রয়ে গেছে সুবীর নন্দীর গান, অসংখ্য শ্রোতার হৃদয়ে বসত করে …
সারাবাংলা/এএসজি
অডিও-ভিজ্যুয়াল প্রয়াণ দিবস সংগীত শিল্পী সুবীর নন্দী সুবীর নন্দী