এবার মুখ খুললেন অহনা
৮ মে ২০২৫ ১৫:৫২
অহনঅভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে প্রিয়াঙ্কা প্রিয়া নামের একজন অভিনেত্রী বেশ কিছু গুরুতর অভিযোগ এনেছে। ৬ মে প্রিয়াঙ্কা প্রিয়া একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, শামীম তার সঙ্গে শুটিং সেটে বাজে ব্যবহার করেছেন। তাকে ধর্ষণের হুমকি দিয়েছেন। বিষয়টি নিয়ে শামীম ওইদিনই সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। একই সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি অভিনেত্রী অহনার সঙ্গে তার প্রেম, ভালোবাসা নিয়েও কথা বলেন।
অহনা সম্প্রতি এক সাক্ষাৎকারে তার প্রাক্তন সম্পর্কে বলেন, তাকে তিনি কোনদিন ক্ষমা করবেন। প্রাক্তনকে পশুর সঙ্গে তুলনা করেন তিনি। সাক্ষাৎকারের ওই অংশটি ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে শামীম এ প্রসঙ্গে দাবি করেন, অহনা তার যে প্রাক্তনকে পশুর সঙ্গে তুলনা করেছেন, তা তিনি নন। তিনি সাংবাদিকদের কাছে স্বীকার করে নেন অহনার সঙ্গে ৭ মাসের প্রেম ছিল। কিন্তু এর আগে ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে অহনার ৫ বছরের প্রেম ছিল। শামীম দাবি করেন, অহনা তার আর হৃদয়ের সঙ্গে একই সময়ে প্রেম করেছেন, তাই তাদের সম্পর্ক ভেঙে যায় ২০২৩ এর দিকে। শামীমের আরও দাবি, অহনা হৃদয়কে পশুর সঙ্গে তুলনা করেছেন, তাকে নয়।
শামীমের করা এমন মন্তব্যে ঝড় উঠেছে নেট দুনিয়ায়। সবাই বলছেন, তাহলে অহনা কি মিথ্যে বললেন? ব্যাপারটি নজরে পড়েছে অহনার। এ বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘ডাবল টাইমিং’? আপনি (শামীম) যা বলেছেন ঠিক বলেছেন কি? নিজের দোষ ঢাকতেই কি এমন অপবাদ দিয়েছেন?’
কারো ব্যক্তিগত সমস্যায় অহনাকে জড়িয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘যারা নিউজ করেন তারা দয়া করে অন্যের গল্পে আমাকে জড়িয়ে হেডলাইন করবেন না।’
সারাবাংলা/এজেডএস