শাকিবের সঙ্গে পর্দায় আফজাল হোসেন
৮ মে ২০২৫ ১৭:৩২
চুপিসারে শুরু হয়েছিল শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর শুটিং। নির্মাতা রায়হান রাফী এ প্রকল্পে নিয়েছিলেন সর্বোচ্চ গোপনীয়তার ব্যবস্থা। সেটে মোবাইল ব্যবহার নিষিদ্ধ, প্রবেশে ছিল কড়া নিয়ন্ত্রণ। উদ্দেশ্য একটাই—সিনেমার কোনো লুক কিংবা তথ্য যেন আগেভাগে ফাঁস না হয়।
তবু শেষ পর্যন্ত ফাঁস হয়ে গেছে ‘তাণ্ডব’-এর বেশ কিছু দৃশ্য ও তথ্য। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে শাকিব খানের একটি নতুন লুক এবং সাবিলা নূরের সঙ্গে তার একটি ভিডিও দৃশ্য। নেটপাড়ায় শুরু হয়েছে আলোচনার ঝড়।
সবকিছুর মধ্যে এবার সামনে এলো সিনেমাটির আরেকটি বড় চমক। একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন যুক্ত হয়েছেন ‘তাণ্ডব’-এ। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন তিনি।
বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আফজাল হোসেন এখানে অভিনয় করছেন পুলিশের বিশেষ ইউনিট সোয়াতের প্রধানের চরিত্রে। এটি হবে গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী একটি চরিত্র।
পরিচালক রায়হান রাফী বলেন, “এখনই কিছু বলতে চাই না। চমক থাকুক। ‘তুফান’-এর চেয়েও বেশি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি এবার। আন্তর্জাতিক টিম নিয়ে তৈরি হচ্ছে ‘তাণ্ডব’, যা একেবারে নতুন অভিজ্ঞতা দেবে দর্শককে।”
জানা গেছে, সিনেমাটির শুটিং হয়েছে ঢাকার এফডিসি ছাড়াও রাজশাহীর বিভিন্ন লোকেশনে। ইতোমধ্যে কাজের প্রায় ৭০ শতাংশ শেষ হয়ে গেছে। নির্মাতারা আসন্ন ঈদুল আযহায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন।
এই সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে—কারণ, দুই ভিন্ন প্রজন্মের দুই তারকা একসঙ্গে বড় পর্দায় আসছেন প্রথমবারের মতো।
সারাবাংলা/এজেডএস