Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে পরিচালক সমিতির নির্বাচন হচ্ছে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ মে ২০২৫ ১৫:৪৬

অবশেষে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন। শুক্রবার (৯ মে) সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

প্রথমে ২০২৪ সালের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নানা অনিবার্য কারণে তা পিছিয়ে যায়। এরপর নতুন তারিখ নির্ধারণ করা হয় এ বছরের ১০ জানুয়ারি, কিন্তু ওই দিনও ভোটগ্রহণ স্থগিত করা হয়। অবশেষে সব জটিলতা কাটিয়ে আজ নির্বাচনের দিন হচ্ছে। যেখানে দুটি প্যানেল অংশ নিচ্ছে।

বিজ্ঞাপন

বর্তমান মহাসচিব শাহীন সুমন এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্যানেল থেকে মহাসচিব পদে লড়ছেন শাহীন কবির টুটুল। তাদের প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন—
সহসভাপতি: মনতাজুর রহমান আকবর
উপমহাসচিব: কবিরুল ইসলাম রানা
কোষাধ্যক্ষ: সেলিম আজম
প্রচার ও প্রকাশনা: ওয়াজেদ আলী বাবুল
তথ্যপ্রযুক্তি: বন্ধন বিশ্বাস
সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: সাইফ চন্দন

অন্য প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুশফিকুর রহমান গুলজার এবং মহাসচিব পদে রয়েছেন সাফিউদ্দিন সাফি। তাদের প্যানেলের সদস্যরা হলেন—
সহসভাপতি: আবুল খায়ের বুলবুল
উপমহাসচিব: সালাউদ্দিন
কোষাধ্যক্ষ: সাইমন তারিক
সাংগঠনিক সম্পাদক: আবদুর রহিম বাবু
প্রচার ও প্রকাশনা: রফিক শিকদার
তথ্যপ্রযুক্তি: এস ডি রুবেল
সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: মোস্তাফিজুর রহমান মানিক

ভোটগ্রহণের মাধ্যমে এবার চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে আসছেন কারা, তা নির্ধারিত হবে দিনের শেষে।

সারাবাংলা/এজেডএস

চলচ্চিত্র পরিচালক সমিতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর