Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‍্যাপ, অভিনয়, নাচ—‘নীলচক্র’ সিনেমায় বহুমাত্রিক রূপে জালালী শাফায়াত

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ মে ২০২৫ ১৫:৫৭

‘নীলচক্র’-তে গায়ক ও র‌্যাপার হিসেবে অভিষেক হলো দেশের জনপ্রিয় র‌্যাপ তারকা জালালী শাফায়াতের। গানের নাম ‘এই অন্ধকারের শহরে’। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এই প্রথমবারের মতো সিনেমার পর্দায়ও অভিনয় করলেন তিনি। শুধু তাই নয়, গানে অভিনয়ের পাশাপাশি নাচের পারফরম্যান্সও উপহার দিয়েছেন এই শিল্পী।

ইতোমধ্যে অনলাইনে প্রকাশ পেয়েছে গানটি। এর কথা লিখেছেন জালালী শাফায়াত নিজেই, সুর ও সংগীত পরিচালনায় ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ভিডিওতে দেখা যায়, একটি টিনেজ ডিজে পার্টিতে গান গাইছেন শাফায়াত, উপস্থিত রয়েছেন বালামও। পুরো দৃশ্যটিই প্রাণবন্ত এক মিউজিক্যাল পরিবেশনায় রূপ পেয়েছে।

বিজ্ঞাপন

সিনেমার পরিচালক মিঠু খান জানান, “এই গানটির মাধ্যমে প্রথমবারের মতো কোনো সিনেমায় কণ্ঠ দিয়েছেন জালালী শাফায়াত, পাশাপাশি অভিনয়ও করেছেন। গানটির কথা, সুর ও পরিবেশনা সবই সিনেমার গল্পের সঙ্গে সম্পৃক্ত।”

জালালী শাফায়াত বলেন, “সিনেমাতে এবার আমি একজন র‌্যাপার চরিত্রে অভিনয় করেছি। দর্শক আমাকে সেই চরিত্রেই দেখবেন। আমার বিশ্বাস, ঈদে ‘নীলচক্র’ দর্শকদের ভালো লাগবে। কারণ, সিনেমার গল্প বর্তমান তরুণ সমাজের বাস্তবতার প্রতিফলন—এই গানে সেই কথাগুলোই বলার চেষ্টা করেছি।”

‘নীলচক্র’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। আধুনিক প্রযুক্তির দুনিয়ায় তরুণ প্রজন্মের আসক্তি, এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে গড়ে ওঠা প্রতারণার জাল—এসব নিয়েই গড়ে উঠেছে সিনেমার গল্প।

চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক মিঠু খান-এর সঙ্গে যৌথভাবে নাজিম উদ দৌলা ও অঞ্জন সরকার। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী ও মাসুম রেজওয়ানসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত ‘নীলচক্র’ সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার হয়েছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে, আমেরিকান ফিল্ম মার্কেটে (AFM)। আসন্ন ঈদুল আযহায় এটি মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে।

সারাবাংলা/এজেডএস

আরিফিন শুভ এই অন্ধকারের শহরে জালালী শাফায়েত নীলচক্র বালাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর