Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিচালক সমিতির নতুন সভাপতি সুমন, সাধারণ সম্পাদক টুটুল

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১০ মে ২০২৫ ১৭:৩১

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চু।

এবারের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন শাহীন সুমন। তিনি পেয়েছেন ১৬৬ ভোট। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন শাহীন কবির টুটুল, যার প্রাপ্ত ভোট ১৮০।

এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল খায়ের বুলবুল, উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা, কোষাধ্যক্ষ সাইমন তারিক, প্রচার ও দপ্তর সচিব ওয়াজেদ আলী বাবলু, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক বন্ধন বিশ্বাস এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ছটকু আহমেদ, শাহাদাৎ হোসেন লিটন, পল্লী মালেক, জাকির হোসেন রাজু, বজলুর রাশেদ চৌধুরী, সাঈদুর রহমান সাঈদ, হাবিবুল ইসলাম হাবিব ও জয়নাল আবেদীন (জয় সরকার)।

সারাবাংলা/এজেডএস

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি শাহীন কবির টুটুল শাহীন সুমন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর