Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোশাররফের বিপরীতে এক ঝাঁক অভিনেত্রী

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ মে ২০২৫ ১৬:৫৫

অমিতাভ রেজা চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, যা শিগগিরই মুক্তি পাচ্ছে হইচই-তে। এই কমেডি ঘরানার সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, যিনি এবার হাজির হচ্ছেন একেবারে নতুন রূপে—একজন ট্রাক ড্রাইভার আব্বাস হিসেবে।

এর আগে ‘মহানগর’-এর ওসি হারুন কিংবা ‘মোবারকনামা’র মোবারক চরিত্রে মোশাররফ করিমের সিরিয়াস এবং গভীর অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে। তবে এবার তিনি এক ভিন্নধর্মী চরিত্রে, যার মধ্যে রয়েছে কৌতুক, মানবিক টানাপোড়েন ও জীবনের রঙিন বিপর্যয়।

সিরিজটিতে মোশাররফ করিমের সঙ্গে দেখা যাবে একঝাঁক প্রতিভাবান অভিনেত্রীকে। অভিনয়ে আছেন—তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।

বিজ্ঞাপন

মোশাররফ করিম বলেন, ‘অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এই প্রথম কাজ করলাম। চরিত্রটা যেমন চ্যালেঞ্জিং, গল্পটাও তেমন অসাধারণ। আর হইচই তো আমার আপন জায়গা—এই সিরিজ নিয়ে আমার প্রত্যাশা অনেক। আশা করছি, দর্শক একেবারে নতুন স্বাদ পাবে।’

সিরিজে গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন রুনা খান—যিনি এবার এক আত্মবিশ্বাসী ও গরম মেজাজের নারীর ভূমিকায়। বাস্তব জীবনের বিপরীত এক চরিত্রে দেখা যাবে তানজিকা আমিন-কে। মৌসুমী হামিদ অভিনয় করেছেন এক নারী মৌয়ালের চরিত্রে, আর সাদিয়া আয়মান ধরা দিয়েছেন এক ছটফটে, চঞ্চল তরুণীর ভূমিকায়। জুই করিম আসছেন নতুন রূপে, আর ফারহানা হামিদ-এর চরিত্রে দেখা যাবে সংযম ও অনুভূতির নিঃশব্দ প্রকাশ। নতুন মুখ অদিতি ও বৃষ্টি এই সিরিজের মাধ্যমেই ওয়েব দুনিয়ায় পা রাখছেন।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন


২৪ ডিসেম্বর ২০২৫ ১৬:২১

নিয়োগ দিচ্ছে এসিআই মটরস
২৪ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৭

আরো