Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মায়ের স্মৃতিতে আবেগাপ্লুত অপু বিশ্বাস

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ মে ২০২৫ ১৮:১৪

চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন পাঁচ বছর আগে। কিন্তু এখনো সেই শূন্যতা কাটিয়ে উঠতে পারেননি অপু। মা ছিলেন তার আশ্রয়, প্রেরণা এবং জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। বিশ্ব মা দিবস এলেই সেই শোক যেন আরও গভীর হয়ে ওঠে তার হৃদয়ে।

রবিবার (১১ মে) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের একটি ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। ছবির ক্যাপশনে লেখেন, “মা, প্রত্যেকটা সময়ই আমার কাছে মা দিবস। তোমাকে অনেক মিস করি মা।” তার এই কথাগুলোতেই যেন লুকিয়ে আছে সব অতৃপ্তি আর হৃদয়ের না বলা যন্ত্রণা।

অপু বিশ্বাস জানান, মাকে হারানোর বাস্তবতা আজও তার কাছে অসহ্য। তার ভাষায়, “আমি আজ যা কিছু, সব মায়ের জন্যই। জীবনের সব অর্জন মায়ের সঙ্গে ভাগ করে নিয়েছি। কষ্টের সময় মা-ই ছিলেন একমাত্র আশ্রয়। এখনও মনে হয়, মা আছেন, কোথাও কাছেই।”

বিজ্ঞাপন

মা ছিলেন তার জীবনের শেষ ভরসা। অপু বলেন, “যখন সবাই ভুল বুঝত, তখন মা ঠিক বুঝতেন আমায়। শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি আমার পাশে ছিলেন। সাহস আর ভরসা দিয়ে গেছেন প্রতিটি পদক্ষেপে। এখনো মনে হয়, তিনি ছায়ার মতো আমার চারপাশে আছেন।”

সব সন্তানদের উদ্দেশে অপু বিশ্বাসের বার্তা—“যতদিন বাবা-মা বেঁচে আছেন, ভালোবাসুন, সময় দিন। এই অমূল্য সম্পর্ক একবার হারালে তা আর ফিরে পাওয়া যায় না।”

সারাবাংলা/এজেডএস

অপু বিশ্বাস মা দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর