Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ বছর পর চিরকুটের নতুন অ্যালবাম

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ মে ২০২৫ ১৭:১৭

দেশ ও দেশের বাইরে সমান জনপ্রিয় ব্যান্ড চিরকুট। এবার দীর্ঘ আট বছর পর তারা চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’ প্রকাশ করলো। এ অ্যালবামে থাকছে নতুন দশটি গান। শারমিন সুলতানা সুমির কথা-সুরে গানগুলো তৈরি করেছে চিরকুট।

ব্যান্ডটি জানায়, স্পটিফাই, অ্যাপল মিউজিক, ইউটিউব, ফেসবুক মিউজিকসহ সকল স্ট্রিমিং প্ল‍্যাটফর্মে গানগুলো আজ থেকে শুনতে পারবেন শ্রোতোরা। তারা আরও বলেন এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না। ব‍্যান্ড হিসেবে অ্যালবাম আমাদের সবচেয়ে বড় অস্তিত্বের জায়গা। আমাদের আজকে ভাল ঘুম ভাল হবে। এরইমধ‍্যে ‘দামী’ নামে প্রথম গানটির ভিডিও প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছে ব্যান্ডটি।

বিজ্ঞাপন

আরও দুটি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ করতে যাচ্ছে তারা।

শারমিন সুলতানা সুমি বলেন, অ্যালবাম মানে একদম আমাদের ভাবনা এবং কাজের প্রতিফলন থাকা। চিরকুট আমাদের ধ‍্যানের মত। আশা করছি আমাদের যারা ভালবাসেন, সেই জায়গাটা বুঝতে পারেন; আমাদের এ স্বতঃস্ফূর্ত নতুন বাংলা গানগুলো তাদের হৃদয়ে পৌঁছাবে। এছাড়া চিরকুট নিয়ে গত ২৩ বছরে আমাদের একান্ত যাত্রায় নিজস্ব একটা ভ্রমণ তৈরি হয়েছে। এই পথ পরিক্রমায় এত মানুষের দোয়া, ভালবাসা পেয়েছি যে ভালবাসার ভাষায়; গানে গানেই প্রতি নিয়ত তার প্রতিদান দেয়ার চেষ্টা করে যাচ্ছি মাত্র। আমরা অতি ক্ষুদ্র মানুষ। পৃথিবীতে ভাল কিছু করে যাওয়ার চেষ্টা করছি মাত্র।

অ্যালবামের গানগুলো হল─দামী, হিয়া, উত্তরে ভাল না, আগুন, ডাক, কেন তুমি এলে না, ভালোবাসি তোমায়, দিন যায়, অসুখ সেরে যায়, দরদী।

অ্যালবামটির মিউজিক প্রডিউস করেছে চিরকুট। কো-প্রডিউসার হিসেবে কাজ করেছে তরুণ প্রতিভাবান শিল্পী, প্রডিউসার জাকির আহমেদ। গানগুলোর মিক্স মাস্টার করেছেন ইফতি খাইরুল আলম শুভ এবং তার সহযোগী ছিলেন জাকির এবং ইয়ার হোসেন। অ্যালবামের ৩টি গানের মিউজিক ভিডিও তৈরি হয়েছে। যেগুলো তৈরি করেছে লাইভটুওয়েব এবং আফফান আজিজ প্রিতুল। অ্যালবাম আর্ট ওয়ার্ক করেছেন রাকিব রহমান। গানগুলো রেকর্ড করা হয়েছে স্টুডিও কোকিল এবং বাটার রেকর্ডসে। পোস্ট প্রডাকশনের কাজ হয়েছে বাটার রেকর্ডসে। বাকি গানগুলোর লিরিক্যাল ভিডিও আসবে।

বিজ্ঞাপন

৯ মে মুক্তি পেতে যাচ্ছে প্রথম মিউজিক ভিডিওটি। পরের সপ্তাহেই দ্বিতীয় মিউজিক ভিডিওটি মুক্তির কথা রয়েছে। পর্যায়ক্রমে অন্য গানগুলোও মিউজিক ভিডিও আকারে রিলিজ হবে। গানের ডিস্ট্রিবউশন পার্টনার হিসেবে থাকছে বন ফায়ার।

চিরকুট জানায়, গান মুক্তির পাশাপাশি অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’ উপলক্ষে খুব শিগগিরই বিশেষ একক কনসার্টেরও পরিকল্পনা করছে ব্যান্ডটি।

সারাবাংলা/এজেডএস

চিরকুট নতুন অ্যালবাম