এ সময়ের তরুন শিল্পী রুবেল খন্দকারের গানে মডেল হলেন সিয়াম মৃধা ও আদ্রিতা তিথি। ফ্লাশ মিউজিকের ব্যানারে ‘তোমার হয়ে রবো’ শিরোনামের একটি রোমান্টিক গানের মডেল হলেন তারা। গানটির কথা ও সুর করেছেন কন্ঠশিল্পী নিজেই। সঙ্গীতায়োজন করেছেন শোভন রায় ।
ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে সম্প্রতি গানটির দৃশ্যধারণ হয় । গানটি নির্মাণ করেছে মো. সামছুল হুদা। কোরিওগ্রাফিতে ছিলেন রোহান বিল্লাল। সিনেমাটোগ্রাফি করেছেন ইয়াসিন বিন আরিয়ান।
সিয়াম বলেন, অনেকদিন পর দারুণ একটি রোমান্টিক গানের মিউজিক ভিডিও করলাম। গানটির অডিওতে যেমন সিনেমাটিক সুর আছে, তেমনি ভিডিওতে সিনেমাটিক ভাবে ফুটানো হয়েছে। আশাকরি সবার খুব পছন্দ হবে।
তিথি বলেন, সিয়ামের সাথে আমার প্রথম কাজ। নতুন জুটি আমরা। চেষ্টা করেছি ভালো কিছু করার। অসম্ভব সুন্দর একটা গান। আশা করি সবার খুব পছন্দ হবে।
পরিচালক সামছুল হুদা বলেন, আমি বরাবরই চেষ্টা করি গানের ভিডিও গুলো সুন্দর করে ফুটিয়ে তুলতে। এইবারও তার ব্যাতিক্রম ঘটেনি। সিয়াম-তিথি দুজইনেই মিডিয়ার পরিচিত মুখ। দারুন কাজ করেছে।
উল্লেখ্য গানটি আসছে ঈদে ফ্লাশ মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ।