Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কায় শুটিংয়ে শাকিব খান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ মে ২০২৫ ১৮:২০

শাকিব খান

নিজের কাজের প্রতি বরাবরই দায়িত্বশীল মেগাস্টার শাকিব খান। শুটিংয়ের প্রয়োজনে প্রায়ই পাড়ি জমান দেশ-বিদেশে। এবার তিনি গেলেন দক্ষিণ এশিয়ার সৌন্দর্যে ভরপুর দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়, যেখানে চলছে তার নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর শেষ পর্বের শুটিং।

শুক্রবার সকালে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শাকিব খান। জানা গেছে, সেখানে একটি গানের দৃশ্য ও ক্লাইম্যাক্সের কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং হবে। তার সঙ্গে রয়েছেন ছবির নায়িকা সাবিলা নূর, টেকনিক্যাল টিমসহ অন্যান্য কলাকুশলীরা। প্রায় এক সপ্তাহ শ্রীলঙ্কায় অবস্থান করবেন তারা।

বিজ্ঞাপন

রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ ছবিটির শুটিং চলছে টানা গত মাস থেকে। ঢাকার বিভিন্ন এলাকা ও রাজশাহীতে চিত্রায়িত হয়েছে প্রায় ৭০ শতাংশ কাজ। শাকিব খানের জন্মদিনে প্রকাশিত হয়েছিল ছবিটির প্রথম লুক। শিগগিরই—দুই-তিন দিনের মধ্যেই—ছবির অফিসিয়াল টিজার প্রকাশের প্রস্তুতি চলছে।

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে ‘তাণ্ডব’, যেটির প্রযোজনায় রয়েছেন শাহরিরায় শাকিল। শাকিব ও সাবিলা ছাড়াও এতে অভিনয় করেছেন জয়া আহসান, এফএস নাঈম, আফজাল হোসেনসহ আরও অনেকে।

এর আগে গেল ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ‘বরবাদ’। মুক্তির দেড় মাস পেরিয়ে গেলেও ছবিটি এখনো রাজধানীর সিনেপ্লেক্সগুলোতে প্রতিদিন ৩৩টি শো চালাচ্ছে। ব্লকবাস্টার সিনেমা এবং স্টার সিনেপ্লেক্সে ছবিটি এখনো সর্বোচ্চ সংখ্যক শোতে প্রদর্শিত হচ্ছে।

প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন জানিয়েছে, দেশ-বিদেশ মিলিয়ে ‘বরবাদ’ ইতোমধ্যে ৭৫ কোটি টাকার বেশি আয় করেছে। এ সাফল্য বাংলাদেশের সিনেমার বক্স অফিস ইতিহাসে নতুন এক মাইলফলক তৈরি করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

তাণ্ডব শাকিব খান শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর