মুক্তি পেলো হৃদয়ছোঁয়া এক নতুন গান ‘আকাশ হয়ে আছো তুমি’। যা প্রকাশিত হয়েছে বাংলাএক্সপ্রেস ফিল্মস-এর ইউটিউব চ্যানেলে। প্রেম, অবহেলা আর অপূর্ণতার মধ্যে গাঁথা এক অসাধারণ গল্প নিয়ে নির্মিত এই গানের ভিডিওচিত্রে উঠে এসেছে এক ব্যতিক্রমী আবেগ ও অনুভূতির বহিঃপ্রকাশ।
গানটির কথা লিখেছেন গীতিকার মামুন আফনান রুমি, যিনি তুলে ধরেছেন একটি অসমাপ্ত ভালোবাসার গল্প, যেখানে ভালোবাসা না পাওয়ার মাঝেও তার স্মৃতি বারবার ফিরে আসে। এই গীতিকবিতার আবেগকে পরিপূর্ণ রূপ দিয়েছেন প্রযোজক ও পরিচালক সাইফুল আলম চৌধুরী পারভেজ। তিনি জানান, এই কাজটিকে তিনি তার জীবনের সেরা একটি কাজ বলে মনে করেন। গীতিকার ও শিল্পীর অসাধারণ মেধার সমন্বয়ে তিনি প্রেরণা পেয়েছেন গানটির চিত্রনাট্যে প্রাণ ঢালতে।
সুর দিয়েছেন শিল্পী জাহিদ অন্তু, যিনি নিজেই এই গানটি গেয়েছেন অসাধারণ মাধুর্যে। গানের সঙ্গীতে ছিলেন এই সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক এপি শুভ, যিনি সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে কাজটি উপস্থাপন করেছেন।
গানটির ভিডিও নির্মাণেও ছিল চমক। অভিনয়ে রয়েছেন পরিচিত মুখ সিয়াম মৃধা এবং ত্রিশমা মাতব্বর, যাদের অভিনয় নিঃসন্দেহে দর্শকের হৃদয়ে ছাপ ফেলবে। পরিচালক সাইফুল আলম চৌধুরী আত্মবিশ্বাসের সঙ্গে জানান, সিয়াম মৃধার পারফরম্যান্স এবার একেবারেই নতুন এবং একজন পরিপক্ব নায়কের মতোই নজর কাড়বে।
গানের নৃত্য নির্দেশনায় ছিলেন আর.এইচ.এন জামান, চিত্রগ্রহণে ছিলেন এলাহি হোসেন সোহাগ। গানটির দৃশ্যধারণ করা হয়েছে বসুন্ধরার পাশে অবস্থিত ‘দ্য ম্যাড ফার্ম’ নামের একটি রিসোর্টে, যেখানে গানটির আবহকে আরও রঙিন করে তুলেছে পরিবেশ ও আলোকসজ্জা।