Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিয়াঙ্কা প্রিয়ার অভিযোগ, অবশেষে ক্ষমা চাইলেন শামীম হাসান সরকার

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ মে ২০২৫ ১৯:৫৫

শামীম হাসান সরকার

কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়ার করা গালিগালাজ ও ধর্ষণের হুমকির অভিযোগ ঘিরে তৈরি হয় বিতর্ক। প্রাথমিকভাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ অস্বীকার করেন শামীম।

তবে প্রিয়াঙ্কার অভিযোগের পর আরও কয়েকজন নারী শিল্পী শামীমের বিরুদ্ধে বিভিন্ন আচরণগত অভিযোগ তোলেন। বিষয়টি গিয়ে পৌঁছায় অভিনয়শিল্পী সংঘ পর্যন্ত।

বিজ্ঞাপন

পরবর্তীতে সংঘের মধ্যস্থতায় একটি সমঝোতায় পৌঁছায় উভয়পক্ষ। সংঘের ফেসবুক পেজে বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক ভিডিওতে শামীম হাসান সরকারকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে দেখা যায়।

ভিডিওতে শামীম বলেন, ‘অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে আমার খারাপ একটি অভিজ্ঞতা হয়েছে। আমি তাকে গালিগালাজ করেছি। আজ তার সঙ্গে দেখা করে আমি দুঃখ প্রকাশ করেছি। আমি লজ্জিত।’

তিনি আরও জানান, শুধু প্রিয়াঙ্কাই নন, হয়তো আরও অনেকে তার কথাবার্তায় আঘাত পেতে পারেন। তাই সবার কাছেই দুঃখ প্রকাশ করেন তিনি।

‘আমার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে হয়তো এমন আচরণ করেছি,’ বলেন শামীম, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতে এমন কিছু আর করব না। কেউ আমার কাছ থেকে খারাপ ব্যবহার পাবে না। কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থনা করছি।’

এ ঘটনার পর অভিনয়শিল্পী সংঘ এক বিবৃতিতে জানায়, সংগঠনের সদস্য হিসেবে শামীম শৃঙ্খলা ও শিষ্টাচার ভঙ্গ করেছেন। তাই তাকে শেষবারের মতো সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংগঠনের নিয়ম অনুযায়ী তার সদস্যপদ বাতিল করা হতে পারে।

সারাবাংলা/এজেডএস

প্রিয়াঙ্কা প্রিয়া শামীম হাসান সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর