Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিহাস গড়লেন আদনান আল রাজীব

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ মে ২০২৫ ১৬:৫২

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় আদনান আল রাজীব ও কামরুল হাসান খসরু।

বাংলাদেশি চলচ্চিত্রের জন্য কান চলচ্চিত্র উৎসব বরাবরই এক স্বপ্নের নাম। সেই স্বপ্নের প্রথম স্পর্শ আসে ২০০২ সালে, তারেক মাসুদের ‘মাটির ময়না’ যখন নির্বাচিত হয় কানের প্যারালাল সেকশন ‘ডিরেক্টরস ফোর্টনাইট’-এ।

এরপর দীর্ঘ সময় পেরিয়ে ২০২১ সালে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ কানের অফিশিয়াল সেকশন ‘আঁ সার্তে রিগা’-তে জায়গা করে নেয়। এটিই ছিল প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্রের কানের মূল কাঠামোয় প্রবেশ।

বিজ্ঞাপন

এবার আরও বড় অর্জন—প্রথমবারের মতো কানের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে একটি বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’ নির্বাচিত হয়েছে ২০২৫ সালের কান উৎসবের স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতা বিভাগে।

প্রায় ৪ হাজার ৭৮১টি জমাকৃত চলচ্চিত্রের মধ্য থেকে মাত্র ১১টি স্বল্পদৈর্ঘ্যকে নির্বাচিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশের ‘আলী’। এ অর্জনকে দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

চলচ্চিত্রটির প্রদর্শনী উপলক্ষে কানে উপস্থিত হয়েছেন পরিচালক আদনান আল রাজীব, চিত্রগ্রাহক কামরুল হাসান খসরুসহ ‘আলী’ টিমের কয়েকজন সদস্য। ইতোমধ্যেই কানের লাল গালিচায় হাঁটতে দেখা গেছে রাজীব ও খসরুকে, যা দ্রুতই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

এই দৃশ্য দেশীয় চলচ্চিত্রপ্রেমী ও তরুণ নির্মাতাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, ‘আলী’র এই অর্জন স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাতাদের জন্য এক নতুন অনুপ্রেরণা হয়ে উঠবে।

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ৭৮তম কান চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ১৩ মে, ফ্রান্সের কান শহরে। উৎসবের সমাপনী দিনে, ২৪ মে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের পাম দ’ওর বিজয়ী ঘোষণা করবেন জুরি প্রেসিডেন্ট মারেন আদে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

আদনান আল রাজীব আলী কান চলচ্চিত্র উৎসব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর