Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কানে মা ঐশ্বরিয়ার ছায়াসঙ্গী আরাধ্য

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ মে ২০২৫ ১৮:৩৪

অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র কন্যা আরাধ্য বচ্চন মায়ের ছায়াসঙ্গী বললেই চলে। প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন বিভিন্ন আন্তর্জাতিক ও ঘরোয়া অনুষ্ঠানে মেয়েকে সব সময় সঙ্গে রাখেন। এমনকি ২০২৩ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবেও নিয়ম করে আরাধ্যকে সঙ্গে নিয়েই হাজির হন তিনি। এর পেছনে রয়েছে এক বিশেষ কারণ।

২০০২ সাল থেকে ঐশ্বরিয়া নিয়মিত কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন। প্রতি বছরই তার লুক, সাজগোজ নিয়ে ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। আর ২০১৭ সাল থেকে মা-র সঙ্গে কান যাত্রায় শামিল হয় আরাধ্যও। এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানান, আরাধ্য কান-এর পরিবেশে বেশ স্বচ্ছন্দ। বিদেশের অচেনা মাটি হলেও উৎসবের আলো, রঙ, সাজসজ্জা, আর মানুষের ভিড়ে আরাধ্য বরাবরই নিজেকে মানিয়ে নিতে পেরেছে অনায়াসে। এই অভিজ্ঞতা তার বেশ উপভোগ্য।

বিজ্ঞাপন

কান উৎসব নিয়ে মেয়ের অনুভূতির বিষয়ে জানতে চাওয়া হলে ঐশ্বরিয়ার সপ্রতিভ জবাব, “এই প্রশ্নের উত্তর তো ওর (আরাধ্যর) কাছ থেকেই শোনা উচিত, তাই না? আমার বিশ্বাস, সময় এলে ও ঠিক এই প্রশ্নের উত্তর নিজেই দিতে পারবে।” তিনি আরও যোগ করেন, তার কন্যা খুবই পরিবারঘেঁষা। প্রিয়জনদের সঙ্গে একসঙ্গে সময় কাটানো ওর কাছে খুব গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, ‘গুরু’ ছবির শুটিং চলাকালীন সময়েই প্রেমের সম্পর্কে জড়ান অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। কিছুদিনের মধ্যেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন এবং ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর ২০১১ সালে এই তারকা দম্পতির ঘর আলো করে আসে তাদের একমাত্র কন্যা, আরাধ্য।

সারাবাংলা/এজেডএস

আরাধ্য ঐশ্বরিয়া রায় বচ্চন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর