Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ বছর পর লাক্স সুপারস্টার প্রতিযোগিতা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ মে ২০২৫ ১৮:৫৩ | আপডেট: ১৭ মে ২০২৫ ১৯:১৬

বাংলাদেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’ আবারও পর্দায় ফিরছে। টানা সাত বছরের বিরতির পর শুরু হয়েছে নতুন তারকা সন্ধানের নিবন্ধন প্রক্রিয়া। চলবে আগামী ৫ জুন পর্যন্ত। ১৮ থেকে ২৭ বছরের আগ্রহী নারীরা লাক্স বাংলাদেশের ফেসবুক পেজে থাকা লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

২০০৫ সালে আয়োজিত প্রথম আসরে সেরা হন শানারেই দেবী শানু। এরপর জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দু, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী ও মৌসুমী হামিদের মতো তারকারা এই মঞ্চ থেকে উঠে এসেছেন।

বিজ্ঞাপন

২০১০ পর্যন্ত নিয়মিত অনুষ্ঠিত হলেও ২০১২, ২০১৪ ও ২০১৮- এই কয়েকটি আসর ছাড়া প্রতিযোগিতা আর হয়নি। সর্বশেষ ২০১৮ সালে মিম মানতাসা বিজয়ী হয়েছিলেন।

নতুন মৌসুমে ফরম্যাটে এসেছে আধুনিক ছোঁয়া। অভিনয় ও স্টাইলিংয়ের পাশাপাশি এবার মূল্যায়ন করা হবে কনটেন্ট তৈরির দক্ষতাও। বিচারক ও মেন্টর হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী।

লাক্সের প্রকাশিত প্রোমোশনাল ভিডিওতে তাদের সঙ্গে দেখা গেছে বিদ্যা সিনহা মিম, ইশরাত জাহিন, মুমতাহিনা টয়া ও নীলাঞ্জনা নীলাকে।

সারাবাংলা/এজেডএস

জয়া আহসান বিদ্যা সিনহা মিম রায়হান রাফি লাক্স সুপারস্টার