Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তাণ্ডব’–এর পূর্বাভাস দিলেন রায়হান রাফী!

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ মে ২০২৫ ১৩:৩২ | আপডেট: ১৮ মে ২০২৫ ১৩:৩৩

তাণ্ডব-এ শাকিব খান

ঝড়–টর না, এবার দেশের আবহাওয়া পরিস্থিতিতে দেয়া হয়েছে ভয়াবহ দুর্যোগের পূর্বাভাস। তাপমাত্রা অথবা বাতাসের গতিবেগ অস্বাভাবিক রকম বাড়তে পারে, আসতে পারে মহাবিপদ সংকেত। দেশবাসীকে তাই যার যার অবস্থানে থাকার অনুরোধ করা হয়েছে।

কারণ, চলে এসেছে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’– সিনেমার ফোরকাস্ট। ‘তাণ্ডব’ সিনেমার ১ মিনিট ৪১ সেকেন্ডের পূর্বাভাসের প্রথমাংশে এভাবেই দেয়া হলো সতর্ক বার্তা।

বিজ্ঞাপন

এমন কিছু একটা ঘটতে চলেছে, তার ধারণা করা যাচ্ছিল ঘোষণা থেকেই। সুপারস্টার শাকিব খান এবং হিট নির্মাতা রায়হান রাফী দ্বিতীয়বার একসঙ্গে হওয়ার মাধ্যমেই সেই ধারণা করতে থাকেন অনেকে। এর প্রথম আভাস পাওয়া যায় ফার্স্ট লুক পোস্টারে। সেখানে শরীরে আগুন নিয়ে শাকিব খান যেভাবে হেঁটে আসার ভঙ্গিতে ছিলেন, তাতে তাণ্ডব ছাড়া অন্য কিছু মনে হওয়ার সুযোগ ছিল না। ভক্ত–দর্শকরাও চমকে গিয়েছিলেন শাকিব খানের নতুন অবতারে।

এবার সেই চমকের মাত্রা বহু গুণে বাড়িয়ে দিলেন পরিচালক রায়হান রাফী। রোববার (১৮ মে) দিনের প্রথমার্ধে প্রকাশ পেয়েছে কোরবানি ঈদের প্রতীক্ষিত সিনেমা ‘তাণ্ডব’–এর ফোরকাস্ট। যেখানে নতুন ঢংয়ের কিছু দৃশ্য, শাকিব খানের নতুন অবতার উত্তাল করেছে অনলাইন মাধ্যম। ভক্ত দর্শকদের উন্মাদনায় মনে হচ্ছে, দেশে ’তাণ্ডব’ সিজন শুরু হয়ে গেছে।

পূর্বাভাসে দেখা গেছে দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। হঠাৎ করে অস্ত্র হাতে তাকে দেখার পর আলাদাই লাগতে পারে তাকে। পরিপাটি পোশাক আর তীক্ষ্ণ দৃষ্টিতে একরকম রহস্যই রেখে গেছেন জয়া আহসান।

টিজারে বড় অংশ জুড়ে আছে রহস্যময় মাঙ্কি মাস্ক। শাকিব খানসহ অনেককেই এই মাস্কটি পড়ে থাকতে দেখা গেছে। কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে, তার ব্যাখ্যা পাওয়া যাবে সিনেমায়। কোনো প্রকার ইঙ্গিত দেননি পরিচালক। রায়হান রাফী বলেন, “এটাকে আমরা ফোরকাস্ট বা আবহাওয়ার পূর্বাভাস বলছি। কারণ প্রকৃতিতে ‘তাণ্ডব’ উঠতে যাচ্ছে। ‘তাণ্ডব’–এর সঙ্গে ফোরকাস্ট বা পূর্বাভাস শব্দটাই সবচেয়ে মানায়।”

বিজ্ঞাপন

গত দুই কোরবানি ঈদে রায়হান রাফী পরিচালিত সিনেমা হয়েছে সুপারহিট। আসছে কোরবানি ঈদেও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন তিনি। বলেন, ‘এবারের কাজটাও এমনভাবে করতে চেয়েছি যে দেশের সিনেমায় আগে কেউ দেখেনি। দর্শকদের ভালো কিছু দেয়ার প্রত্যয় সবসময় থাকে। এবারও দর্শকরা সেই নতুন কিছু পাবেন।’

‘তাণ্ডব’ সিনেমা প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লি. এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) শাহরিয়ার শাকিল বলেন, ’মাত্র তো সিনেমাটির কিছু দৃশ্য দেখলেন দর্শক। এতে করে দর্শকদের সিনেমাটি নিয়ে একরকম আগ্রহ তৈরি হবে। স্বাভাবিকভাবেই প্রচারের জন্য আরও অনেক কিছুই আসবে। সেগুলো দর্শকদের ভালো লাগবে আশা করি। তবে আমাদের টার্গেট সিনেমাটি দেখে যেন দর্শকরা তৃপ্ত হন। তাহলেই আমাদের স্বার্থকতা।’

সিনেমার বাকি অভিনয়শিল্পীদের নাম শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রযোজকেরা। একে একে প্রকাশ পাবে ‘তাণ্ডব’ সিনেমার আরও অনেক প্রচারণামূলক ভিডিও। সেগুলো দর্শকদের আরও চমকে দেবে বলে আশ্বস্ত করেছেন নির্মাতা রায়হান রাফী।

সারাবাংলা/এজেডএস

তাণ্ডব পূর্বাভাস ফোরকাস্ট রায়হান রাফি শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর