Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংগীতশিল্পী নোবেল অপহরণ ও ধর্ষণের মামলায় কারাগারে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ মে ২০২৫ ১৭:০৫

সংগীতশিল্পী নোবেল

অপহরণ ও ধর্ষণের অভিযোগে করা মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে ডেমরা থানায় দায়ের করা মামলায় নোবেলকে গ্রেফতারের পর আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মো. জসিম জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

এর আগে, মঙ্গলবারই ঢাকার ডেমরার সারুলিয়া এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, সোমবার রাতে ইডেন মহিলা কলেজের এক ছাত্রী ডেমরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, সংগীতশিল্পী নোবেল তাকে অপহরণ করে ধর্ষণ করেছেন। এ ছাড়া পর্নোগ্রাফি তৈরিসহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও আনেন ওই ছাত্রী। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৩ সালেও একবার প্রতারণার অভিযোগে নোবেলকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ।

প্রসঙ্গত, ভারতের জি বাংলার জনপ্রিয় সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’-তে অংশ নিয়ে পরিচিতি লাভ করেন মাইনুল আহসান নোবেল।

সারাবাংলা/এজেডএস

কারাগারে প্রেরণ নোবেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর