বর্তমানে আন্দোলন আর যানজটে অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। একের পর এক কর্মসূচির কারণে শহরের বিভিন্ন রাস্তায় চলছে অবরোধ, যার ফলে ভয়াবহ ট্রাফিক যেন নিত্যদিনের সঙ্গী। এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল।
সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় সরব থাকা পিয়া ২১ মে নিজের ফেসবুক ওয়ালে একটি ছবি ও ভিডিও শেয়ার করে ঢাকার চলমান যানজট পরিস্থিতি নিয়ে নিজের ভোগান্তির কথা তুলে ধরেন। তিনি লেখেন, “ঢাকায় সবসময়ই ভয়ঙ্কর ট্রাফিক থাকে। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে অনেকবার ভাবতে হয়। এখন তো আন্দোলনের কারণে রাস্তাগুলো প্রায় বন্ধ।”
তিনি আরও লেখেন, “আমার র্যাম্প যেন এখন পুরো ঢাকা শহরের রাস্তাঘাট! ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকতে হয়। এখন তো এক জায়গায় পৌঁছাতে গাড়ি, হাঁটা, রিকশা, বাইক—সবই লাগছে। কাজের আগে এতটা সংগ্রাম করে পৌঁছাই, তখন কাজ মন দিয়ে করাই কষ্টকর হয়ে পড়ে।”