ঈদকে কেন্দ্র করে ঢাকাই সিনেমায় শুরু হয়ে গেছে উৎসবের আমেজ। একে একে সামনে আসছে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর পোস্টার, লুক ও টিজার। সেই তালিকায় সর্বশেষ যুক্ত হলো অনিক বিশ্বাস পরিচালিত নতুন সিনেমা ‘শিরোনাম’।
২১ মে নির্মাতা অনিক বিশ্বাস নিজেই প্রকাশ করেছেন সিনেমাটির প্রথম পোস্টার, যেটি পরে শেয়ার করেন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নিরব হোসেন। পোস্টার প্রকাশের পরই তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
নতুন এই পোস্টারে একেবারে ভিন্নরূপে দেখা গেছে নিরবকে। লম্বা চুল, চোখে কালো সানগ্লাস, গায়ে কালো জ্যাকেট—সব মিলিয়ে রহস্যময় ও স্টাইলিশ এক লুকে হাজির হয়েছেন তিনি। এই চরিত্রের নাম ‘ইব্রাহীম’, যিনি সিনেমার মূল কাহিনির কেন্দ্রবিন্দু।
সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করে পরিচালক ও অভিনেতা একযোগে লিখেছেন—“ইব্রাহিমের সঙ্গে পরিচিত হোন।” এরপর থেকেই ভক্তদের মাঝে জল্পনা-কল্পনা শুরু হয়েছে সিনেমাটি ঘিরে। কেউ কেউ বলছেন, এটি যেন দক্ষিণী সিনেমার মতো স্টাইলিশ পোস্টার। আবার অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন নিরবের নতুন লুককে।
একজন মন্তব্য করেছেন, “নিরব ভাইয়ের নতুন লুক একেবারে ধামাকা! পোস্টার দেখেই বোঝা যাচ্ছে ‘শিরোনাম’ হতে যাচ্ছে দারুণ কিছু। স্টাইল, লুক, অ্যাটিটিউড—সবকিছুতেই ভিন্নতা।” আরেকজন লিখেছেন, “অস্থির!” কেউ আবার সিনেমার সংলাপ ভেবে লিখেছেন, “কি চাই? চেয়ার, পাওয়ার, টাকা, নাকি নাম? ইব্রাহীম চায় ‘শিরোনাম’।”
তবে সিনেমার গল্প সম্পর্কে এখনই বিস্তারিত বলতে নারাজ পরিচালক অনিক বিশ্বাস। টুইস্ট ধরে রাখতেই তিনি এখন সংযত। গণমাধ্যমকে তিনি বলেন, “এখন কিছুই বলতে চাই না। শুধু এটুকু বলতে পারি, এটা আমাদের গল্প। দর্শক যেরকম গল্প দেখতে চায়, ঠিক তেমন একটা গল্প নিয়েই ‘শিরোনাম’ বানানো হয়েছে।”
সব মিলিয়ে ‘শিরোনাম’ ঘিরে ভক্ত-দর্শকদের প্রত্যাশা বাড়ছে। অনেকেই মনে করছেন, এই সিনেমার মাধ্যমে নতুন এক নিরবকে আবিষ্কার করতে চলেছে দর্শক।
উল্লেখ্য, সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন সাইফুল শাহীন ও ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী। ঈদেই মুক্তি পেতে যাচ্ছে ‘শিরোনাম’।