Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় কবির জন্মবার্ষিকী উদ্‌যাপনে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
২২ মে ২০২৫ ১৬:৪৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ঢাকাসহ সারাদেশে শুরু হচ্ছে বর্ণাঢ্য আয়োজন। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’।

এই উপলক্ষে আগামী ২৫-২৭ মে ২০২৫ কুমিল্লায় আয়োজন করা হবে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা। ২৫ মে বিকাল ৩টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করবেন সচিব মো. মফিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী ও খিলখিল কাজী। স্মারক বক্তব্য দেবেন অধ্যাপক সলিমুল্লাহ খান এবং স্বাগত বক্তব্য দেবেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। এ আয়োজনে ‘নজরুল পুরস্কার ২০২৩ ও ২০২৪’-এর বিজয়ীদের সম্মাননা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

উদ্বোধনী দিনের সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে ‘চেতনা ও জাগরণে নজরুল’ শীর্ষক অনুষ্ঠান। পরিবেশনায় অংশ নেবে শিল্পকলা একাডেমি, ফেরদৌস আরা, ঘাস ফড়িং কেয়ার ও রেবেল ব্যান্ড।

অন্যদিকে, ২৬ মে সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে আরেকটি সাংস্কৃতিক অনুষ্ঠান। সভাপতিত্ব করবেন একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন। পরিবেশনায় থাকবে নজরুল সংগীত, আবৃত্তি ও নৃত্য, অংশ নেবেন সুস্মিতা দেবনাথ সূচী, ফাতেমাতুজ্জোহরা, নম্রতা রানী বাষকোড়, মো. সালাউদ্দিন আহমেদসহ আরও অনেকে। সমাপনী পরিবেশনায় থাকবে নাটক ‘সেতুবন্ধ’ যা পরিবেশন করবে বাঁশরি রেপার্টরী থিয়েটার।

বিজ্ঞাপন

সব অনুষ্ঠান সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

সারাবাংলা/এফএন/এএসজি

কাজী নজরুল ইসলাম জন্মবার্ষিকী জাতীয় কবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর