Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫৪ বছর বয়সে প্রয়াত বলিউড অভিনেতা মুকুল দেব

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৪ মে ২০২৫ ১৬:৩৩

বলিউডে ফের নেমে এলো শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই। ৫৪ বছর বয়সে ২৩ মে রাতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে এনডিটিভি। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ পায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।

মুকুল দেবের মৃত্যুর খবরটি প্রথম প্রকাশ্যে আনেন তার ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী দীপশিখা নাগপাল। ইনস্টাগ্রামে একটি পুরনো ছবি শেয়ার করে তিনি লেখেন, “বিশ্বাসই করতে পারছি না… শান্তিতে বিশ্রাম নাও।”

বিজ্ঞাপন

মুকুলকে সর্বশেষ দেখা গিয়েছিল হিন্দি সিনেমা “আন্থ: দ্য এন্ড”-এ। তিনি ছিলেন বলিউড অভিনেতা রাহুল দেবের ছোট ভাই।

তার অভিনয় জীবন শুরু হয়েছিল ১৯৯৬ সালে টেলিভিশন ধারাবাহিক “মুমকিন”-এ ‘বিজয় পাণ্ডে’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর তিনি দূরদর্শনের জনপ্রিয় শো “এক সে বাদ কার এক”-এ অংশ নেন এবং ফেয়ার ফাংশন ইন্ডিয়া-র প্রথম সিজনের সঞ্চালক হিসেবেও কাজ করেন।

বড়পর্দায় অভিষেক ঘটে “দাস্তাক” সিনেমার মাধ্যমে, যেখানে তিনি এসিপি রোহিত মালহোত্রার চরিত্রে অভিনয় করেন।

শুধু অভিনেতা নয়, মুকুল দেব ছিলেন একজন প্রশিক্ষিত পাইলটও। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি থেকে তিনি পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন।

তার হঠাৎ প্রয়াণে বলিউডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে তাকে শ্রদ্ধা জানিয়ে বিদায় জানাচ্ছেন।

সারাবাংলা/এজেডএস

বলিউড মুকুল দেব