চলচ্চিত্রপ্রেমী বিশ্বের নজর এখন ফ্রান্সের কান শহরের দিকে। সমুদ্রতীরবর্তী এই ছোট শহরটি গত দুই সপ্তাহ ধরে মুখর ছিল ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের বর্ণিল আয়োজন নিয়ে। আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পর্দা নামছে এর।
সমাপনী অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে থাকবেন ফরাসি অভিনেত্রী লওরা লাফি। পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করবেন উৎসবের এবারের জুরিপ্রধান, খ্যাতিমান ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ।
প্রথমবারের মতো বাংলাদেশের নাম প্রতিযোগিতায়
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এবার রচিত হয়েছে এক নতুন অধ্যায়। কানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে একটি বাংলাদেশি চলচ্চিত্র। আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘আলী’ নির্বাচিত হয়েছে এই বিভাগে। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আল আমিন।
গতকাল অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্রটির অফিসিয়াল প্রদর্শনী। সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা, অভিনেতা ও প্রযোজকসহ বাংলাদেশ প্রতিনিধি দল।
সবার চোখ আজকের পুরস্কার ঘোষণার দিকে। কান উৎসবের ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র পুরস্কৃত হলে তা হবে এক ঐতিহাসিক অর্জন।
সেরা পুরস্কার কার হাতে উঠবে?
এবার মূল প্রতিযোগিতায় অংশ নিয়েছে ২৩টি চলচ্চিত্র। প্রতিযোগিতা থেকে বাছাই করে দেওয়া হবে স্বর্ণপাম (Palme d’Or)–সহ সেরা নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী ও চিত্রনাট্যকারের পুরস্কার।
নিউ ইয়র্ক টাইমস, ভ্যানিটি ফেয়ারসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম ইতিমধ্যে সম্ভাব্য বিজয়ীর পূর্বাভাস দিয়েছে। তাদের মতে, স্বর্ণপামের দৌড়ে এগিয়ে রয়েছে ওয়াখিম ট্রিয়ারের কমেডি-ড্রামা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে ইরানি পরিচালক জাফর পানাহির ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ এবং ব্রাজিলীয় ছবি ‘দ্য সিক্রেট এজেন্ট’।
অভিনয়ের বিভাগেও উত্তেজনা
সেরা অভিনেতার পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন ওয়াগনার মোরা (‘দ্য সিক্রেট এজেন্ট’) এবং গিয়েল্ম মারবেক (‘নুভেল বাগ’)। সেরা অভিনেত্রীর দৌড়ে আলোচনায় রয়েছেন জেনিফার লরেন্স (‘ডাই, মাই লাভ’) এবং লুসিয়া গার্সিয়া (‘সেন্টিমেন্টাল ভ্যালু’)।
শেষ প্রশ্ন—‘আলী’ কি গড়বে নতুন ইতিহাস?
সব কিছু ছাপিয়ে বাংলাদেশ এখন তাকিয়ে আছে এক প্রশ্নের দিকে—প্রথমবারই কি কান উৎসব থেকে পুরস্কার নিয়ে ফিরবে বাংলাদেশ? টানটান উত্তেজনায় অপেক্ষা করছে দেশ, অপেক্ষায় রয়েছেন বাংলা চলচ্চিত্রের অনুরাগীরা।