সদ্য অনুষ্ঠিত মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫-এ ঢালিউড সুপারস্টার শাকিব খান পেয়েছেন বিশেষ সম্মাননা—চলচ্চিত্রে অসামান্য অবদান ও টানা ২৫ বছর দাপটের সঙ্গে পথচলার স্বীকৃতিস্বরূপ। এই সম্মাননা গ্রহণের সময় তিনি নিজের দীর্ঘ অভিনয়জীবন নিয়ে এক আবেগঘন বক্তব্য দেন, যা অল্প সময়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।
চলচ্চিত্র অঙ্গনের অনেকেই তাকে অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও ছিলেন তাদের একজন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি পোস্ট করে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেন।
ভাবনা লেখেন, “মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান থেকে ফেরার পথে নিজের একটা ছবি তুললাম। অনেক কিছু মনে হচ্ছিল, সিদ্ধান্ত নিচ্ছিলাম। আজকের অনুষ্ঠানটার মূল আকর্ষণ ছিলেন শাকিব খান। তার ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ হলো। এটা সত্যিই বিশাল এক অর্জন।”
তিনি আরও লেখেন, “সবশেষে যখন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন শাকিব খান, আর মঞ্চে যেভাবে কথা বললেন, আমি হাঁ হয়ে শুনছিলাম। কত তাচ্ছিল্য, অপমান, কষ্টের মধ্য দিয়ে তিনি আজকের অবস্থানে এসেছেন। তিনি বললেন, পাশের মানুষেরাই একসময় বলেছিল, ‘তুমি এখন ডেড হর্স!’ অথচ তিনিই আজকের শাকিব খান।”
ভাবনা নিজের অনুভূতি জানাতে গিয়ে লেখেন, “একজন শিল্পীর পথচলা একাকী। শিল্পী দর্শকের জন্য কাজ করেন। মেগাস্টার হতে হলে অসীম ধৈর্য আর সাধনার প্রয়োজন। আজকের অনুষ্ঠানে শাকিব খানের কথা আমাকে মুগ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে।”
শেষে নিজের স্বপ্নের কথাও জানান অভিনেত্রী, “আমি কাজের মাধ্যমেই সামনে আসব। সব অপবাদ, অবজ্ঞা, মিডিয়া ট্রায়ালকে পেছনে ফেলে আমি নিজেকে প্রমাণ করতে চাই। আমি শাকিব খানের মতো হতে চাই।”