কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্যের অফিসিয়াল বিভাগে অংশ নেয় ‘আলী’। আদনান আল রাজীব পরিচালিত ছবিটি উৎসবে ‘জুরি স্পেশাল ম্যানশন’ পেয়েছে। উৎসবের ৭৮তম আসরের সমাপনী অনুষ্ঠানে শনিবার(২৪ মে) ছবিটি এই সম্মাননা অর্জন করে।
এ আনন্দঘন মুহূর্তে শুভেচ্ছা জানিয়েছেন দেশের শীর্ষ চলচ্চিত্র তারকা শাকিব খান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘আলী’ টিমকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। শাবাশ! আদনান ও টিম ‘আলী’।’
শাকিব খানের এই বার্তার জবাবে পরিচালক আদনান আল রাজীব মন্তব্যে লিখেছেন, ‘ধন্যবাদ, শাকিব খান, আপনাকে ভালোবাসি।’

‘আলী’ টিমকে শুভকামনা জানান শাকিব খান
উল্লেখ্য, উপকূলীয় এক শহরের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘আলী’। গল্পে দেখা যায়, সেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেই প্রেক্ষাপটে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে শহরে যেতে চায়। কিন্তু গান গাওয়া নিয়েই রয়েছে একটি রহস্য। নাম ভূমিকায় অভিনয় করেছেন আল আমিন।
চলচ্চিত্রটি প্রদর্শিত হয় গত শুক্রবার, উৎসবের অফিশিয়াল সাইটেও সিনেমাটির গল্প ও প্রশংসা উঠে আসে। সম্মাননা পাওয়ার পর নিজের ফেসবুক পেজে আদনান লেখেন, ‘এটা বাংলাদেশের জন্য। ধন্যবাদ কান চলচ্চিত্র উৎসব।’