Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হেরা ফেরি ৩’ জটিলতার জালে অক্ষয় কুমার

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৮ মে ২০২৫ ১২:৩১

অক্ষয় কুমার

পর্দায় তিনি এক ঝটকাতেই সমস্যা সমাধান করেন—তিনি ‘খিলাড়ি কুমার’, অর্থাৎ অক্ষয় কুমার। বাস্তব জীবনেও অনেকের কাছে তিনি অনুপ্রেরণার প্রতীক। কিন্তু এবার এক সিনেমা তাকে ফেলে দিল জটিল আইনি সমস্যায়।

‘হেরা ফেরি ৩’ নিয়ে নানা জটিলতা এখন বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু। সূত্র অনুযায়ী, অভিনেতা পরেশ রাওয়াল ছবিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি আর ‘বাবু ভাইয়া’ চরিত্রে অভিনয় করতে চান না। শুধু তাই নয়, তিনি ১৫ শতাংশ সুদ-সহ প্রযোজনা সংস্থাকে ফেরত দিয়েছেন ১১ লক্ষ টাকা এবং দেখিয়েছেন সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র।

বিজ্ঞাপন

তবু পরেশের বিরুদ্ধে দায়ের হয়েছে ২৫ কোটি টাকার মামলা, যা প্রযোজনা সংস্থা থেকে করা হয়েছে বলে জানা যাচ্ছে। অক্ষয় কুমার নিজেও এই খবরের সত্যতা স্বীকার করেছেন।

এর মধ্যেই নতুন করে জট তৈরি হয়েছে ছবির স্বত্ব নিয়ে। বলিউডের একাংশের দাবি, অক্ষয় কুমার এককভাবে ‘হেরা ফেরি ৩’-এর স্বত্বাধিকারী নন। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা এখনও তার অংশের স্বত্ব অক্ষয়কে ছাড়েননি। ফলে ছবির ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অন্যদিকে পরিচালক প্রিয়দর্শন স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি ছবিটির সঙ্গে নাদিয়াদওয়ালার কোনও সম্পর্ক দেখছেন না। বরং তার দাবি, প্রথম দুটি ছবির সাফল্যের পর প্রযোজক ও অভিনেতা হিসেবে অক্ষয় ১০ কোটি টাকায় ফ্র্যাঞ্চাইজির স্বত্ব কিনে নিয়েছেন। সেই কাগজপত্র দেখে তবেই তিনি পরিচালনায় রাজি হয়েছেন।

তবে এখনো পর্যন্ত ছবির চিত্রনাট্য চূড়ান্ত হয়নি বলেও জানিয়েছে একটি হিন্দি সংবাদমাধ্যম। অক্ষয়ের সংস্থা এবং পরেশ রাওয়ালের মধ্যে কোনও চূড়ান্ত চুক্তিও হয়নি বলে দাবি উঠেছে।

বিজ্ঞাপন

সব মিলিয়ে ‘হেরা ফেরি ৩’ এখন বিশ বাঁও জলে। অক্ষয়ের জন্য পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। এখন দেখার, এই ধোঁয়াশার অবসান কবে ঘটে এবং আদৌ এই বহু প্রতীক্ষিত সিনেমাটি বাস্তবে রূপ পায় কি না—সেই দিকেই তাকিয়ে বলিউড।

সারাবাংলা/এজেডএস

অক্ষয় কুমার হেরা ফেরি ৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর