Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমল হাসানের মন্তব্যে ক্ষোভ, উঠল নিষেধাজ্ঞার দাবি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৮ মে ২০২৫ ১২:৪৪

কমল হাসান

চেন্নাইয়ে একটি চলচ্চিত্র অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্কে জড়ালেন বর্ষীয়ান অভিনেতা কমল হাসান। অনুষ্ঠানে তিনি বলেন, “তামিল ভাষা আমার জীবন ও পরিবার। আর শিবাজীকুমার (কন্নড় অভিনেতা) হলেন অন্য রাজ্যের হলেও আমার পরিবারেরই অংশ। কারণ, কন্নড় ভাষার উৎপত্তি তামিল থেকেই। তাই তিনিও আমাদের মধ্যেই একজন।”

এই মন্তব্যে প্রবল অসন্তোষ ছড়িয়েছে কর্নাটকে। কন্নড় ভাষাভাষী মানুষেরা কমলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে অভিনেতার দিকে। কেউ কেউ বলেছেন, “ইতিহাস না জেনে এভাবে কথা বলা ঠিক নয়। ধর্মান্ধদের কাছ থেকে আমরা ভাষা শেখার প্রয়োজন অনুভব করি না।”

বিজ্ঞাপন

কন্নড় ভাষা রক্ষা আন্দোলনের নেতা প্রবাণ শেট্টি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “কমল হাসান কর্নাটকে ব্যবসা করতে চান, অথচ কন্নড় ভাষাকে অপমান করছেন? আমরা প্রস্তুত ছিলাম তার মুখে কালি মাখাতে, কিন্তু তিনি পালিয়ে গেলেন। এভাবে কন্নড় ভাষার বিরুদ্ধে কথা বললে রাজ্যে তার সিনেমা নিষিদ্ধ করা হবে।”

কমল হাসান এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। অনুষ্ঠানে উপস্থিত থাকলেও তার মুখে কোনও ব্যাখ্যা শোনা যায়নি। তবে কর্নাটকে ক্ষোভ ক্রমেই বাড়ছে। উল্লেখ্য, এর আগে কন্নড় ভাষা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন গায়ক সোনু নিগমও।

সারাবাংলা/এজেডএস

কমল হাসান বিতর্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর