২০২৩ সালে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘সুড়ঙ্গ’ ও ‘পেয়ারার সুবাস’ এবার ঈদে টেলিভিশন পর্দায় প্রথমবারের মতো সম্প্রচারিত হতে যাচ্ছে। এর আগে সিনেমাগুলো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলেও এবার দর্শকরা দেখতে পাবেন ঘরে বসেই, টিভি স্ক্রিনে।
ঈদের প্রথম দিন দুপুর ১টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’। সিনেমাটিতে অভিনয় করেছেন জয়া আহসান, তারিক আনাম খান ও আহমেদ রুবেল। যদিও ছবিটি বক্স অফিসে বড়সড় সাড়া ফেলতে পারেনি, তবে সমালোচকদের কাছ থেকে পেয়েছে প্রশংসা।
ঈদের দ্বিতীয় দিন একই সময়, অর্থাৎ দুপুর ১টায় দীপ্ত টিভিতে দেখানো হবে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’। এই ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় আত্মপ্রকাশ করেন আরফান নিশো, যিনি তার অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছিলেন। তার সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা এবং আরও অনেকে।