Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুজিবুর রহমান দুলু আর নেই

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৩১ মে ২০২৫ ১৬:০৬

নামকরা চিত্র সম্পাদক ও আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মুজিবুর রহমান দুলু আর নেই। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তিনি প্রয়াত এই শিল্পীর আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

মুজিবুর রহমান দুলু তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ‘নয়ন মনি’ ছবির মাধ্যমে। এরপর দীর্ঘ চার দশকের কর্মজীবনে তিনি সম্পাদনা করেছেন ‘সুজন সখী’, ‘মিন্টু আমার নাম’, ‘অভাগী’, ‘ভাত দে’, ‘হাজার বছর ধরে’, ‘৭১ এর মা জননী’-সহ প্রায় ৩০০টিরও বেশি চলচ্চিত্র।

বিজ্ঞাপন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন মোট আটবার।

তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গন এবং সংস্কৃতি জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সারাবাংলা/এজেডএস/এএসজি

মুজিবুর রহমান দুলু