Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে ‘প্লিজ আমাকে ক্ষমা করে দাও’

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৩ জুন ২০২৫ ১৮:৫৬

ঈদ উল আজহা উপলক্ষে নির্মিত হলো ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘প্লিজ আমাকে ক্ষমা করে দাও’। সিফাত হোসেনের সংলাপ রচনায় নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মোহন আহমেদ। অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, চাষী আলম, ইশকিয়াক আহমেদ রুমেল, সালহা খানম নাদিয়া, ফাহমিদা বন্যা, পামির, জারা নূর, শেলী আহসান প্রমূখ।

নাটকের গল্পে দেখা যাবে, শান্তিপুর গ্রামের অশান্তির কারণ দুই ভাই হাবিল ও কাবিল। গ্রামের মানুষের মুরগি থেকে গরু, ছাগল, গাছের ফল কিছুই বাদ যায়না দুই ভাই আর তাদের বন্ধুদের কারণে। এলাকার মেম্বার চেয়ারম্যান থেকে মাতব্বর পর্যন্ত অনেক বিচার শালিস হয়েছে, কিন্তু কোন কাজ হয়নি। স্বামী মারা যাওয়ার পর হাবিল কাবিলের মা ফাতেমা বেগম দুই নিজের জীবন নিয়ে আগলে রেখে বড় করেছেন। সেই মা এখন দুই সন্তানের এসব কর্মকান্ডে দিশেহারা।

বিজ্ঞাপন

এদিকে হাবিলের সাথে সম্পর্কে জড়িয়ে বেশ বাজে অবস্থায় আছে প্রতিবেশি আলী কাকার মেয়ে ঝিনুক। হাবিলের বিচার আচার দেখতে দেখতে সে এখন ক্লান্ত। তবুও ছেড়ে যেতে পারেনা। ঐদিকে পাশের গ্রামের মুন্নী ও কাবিলের প্রেমটাও হয়েছিলো একটি দুর্ঘটনার মধ্য দিয়ে। পাশের গ্রামে নারকেল চুরি করতে গিয়ে মুন্নীর প্রেমে পড়ে যায় কাবিল। দুই ভাই মিলে ফন্দি আঁটে। মায়ের কাছে গিয়ে জানায় তারা আর জীবনেও কোনদিন কোন অন্যায় কাজ করবে না। এখন থেকে মায়ের কথামতোই চলবে। তবে বিনিময়ে তাদের ভালোবাসার মানুষকে বউ করে এনে দিতে হবে।

‘প্লিজ আমাকে ক্ষমা করে দাও’ নাটকটি প্রচারিত হবে ঈদের দিন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬.৪০ মিনিটে এনটিভিতে।

সারাবাংলা/এএসজি

বিজ্ঞাপন

বেনাপোলে ট্রাকের চাপায় কিশোর নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৮

আরো

সম্পর্কিত খবর