Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ কোন রণবীর!

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৬ জুন ২০২৫ ১২:৪৫

নতুন এক লুকে ধরা দিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তার এই নতুন লুকের বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা সৃষ্টি করেছে। ভিডিওতে রণবীরের ক্লিন-শেভড মুখ এবং স্লিক-ব্যাক চুল রয়েছে। এবং তাকে অ্যানিম্যাল অবতারের চেয়ে বেশ রোগা দেখা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা রণবীরের নতুন লুক তার ভক্তদের কাছ থেকে প্রশংসা পেয়েছে। একজন লিখেছেন, ‘রণবীর কাপুরের নতুন লুক (আগুনের ইমোজি)’, আরেকজন লিখেছেন, ‘হ্যান্ডসাম গাই’। ‘তৃতীয় আরেকজন যোগ করেন, ‘ওর বয়স বাড়ছে যে বোঝা যাচ্ছে।’ একজন মন্তব্য করেছেন, ‘ওয়াও ওকে কলেজ থেকে সদ্য পাশ করা ছেলের মতো দেখাচ্ছে,’ অন্য একজন ভক্ত ভাগ করে নিয়েছেন, ‘চল্লিশ বছরে এসেও সিড-এর লুক, অবিশ্বাস্য’। আরেকজন লিখেছেন, ‘কে বলবে তার বয়স ৪০-এর কোঠায়।’

বিজ্ঞাপন

এই মুহূর্তে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রণবীর। যেখানে রামের ভূমিকায় দেখা যাবে রণবীরকে, সীতার ভূমিকায় সাই পল্লবীকে। সর্বশেষ খবর অনুযায়ী, কাজল আগরওয়ালও এই ছবিতে যোগ দিয়েছেন।

সারাবাংলা/এএসজি

বলিউড অভিনেতা রণবীর কাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর